Breaking News
Home / সাহিত্য / পড়া মুখস্থ করার সর্বোত্তম সময় ও স্থান

পড়া মুখস্থ করার সর্বোত্তম সময় ও স্থান

(মুসলিমবিডি২৪ডটকম)

পড়া মুখস্থ করার সর্বোত্তম সময় ও স্থান

করার সর্বোত্তম সময় ও স্থান

খতিবে বাগদাদী তার আল ফকিহ ওয়াল মুুুতাফাক্কিহ গ্রন্থে  লিখেন, সবক(পড়া) র জন্য কিছু উত্তম সময় রয়েছে! মুখস্থ কারীদের

উচিত সেগুলোর প্রতি লক্ষ রাখা।

সর্বোত্তম সময়

1/ সবক মুখস্ত করার সর্বোত্তম সময় ভোররাত্র।
2/ এরপর দিনের প্রথম অংশ।( সকাল থে যোহরের আগ পর্যন্ত)

3/ এরপর রাত্র।
উল্লেখ্য রাত্রের মুখস্থ দিনের চেয়ে অধিক প্রসূ।
পেটে ক্ষুধা থাকা অবস্থায় মুখস্থ করা ভরা পেটে

মুখস্ত করার চেয়ে উত্তমভাবে হয়।
তবে একেবারে ক্ষুধার্ত অবস্থায় নয় বরং সান্য কিছু খেয়ে খিদে কমিয়ে নেওয়া উচিত।

কোন কোন এমনও আছে যে ক্ষুধা সইতে পারে না, ছটফট করতে থাকে।
তাই এ অবস্থায় তাদের পড়া মুখস্ত না হওয়াটাই স্বাভাবিক।

সর্বোত্তম স্থান 

 🌺পড়া মুখস্ত করার জন্য কোলাহলমুক্ত স্থান সর্বোৎকৃষ্ট।
🌺এরপর যেখানে গেলে অন্তর স্থির থাকে।
🌺যেখানে অযথা কথা বার্তা এবং মুখস্থ করার

কোন প্রতিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই।
নদীর তীরে বা রাস্তার পাশে বসে মুখস্থ করা উচিত নয়।

কারণ এসব জায়গায় অধিকাংশই মন স্থির থাকে না অথচ মুখস্থ করার জন্য একাগ্রতা একান্তই প্রয়োজন।একাগ্রতার কারণে অন্তর

পরিষ্কার থাকে! ফলে সঠিকভাবে চিন্তাভাবনা করা এবং সহজে ইলম অর্জন করা সম্ভব হয়।
ছাত্ররা জ্ঞানের দাঁড়িপাল্লা দ্বারা ইলম অর্জন

করে থাকে। তাই একটু অন্যমনষ্ক হলে তা অর্জন করা আর সম্ভব হয়না। এজন্যই উত্তম সময়, অবস্থানের প্রতি সবার লক্ষ্য রাখা প্রয়োজন।

তবেই জীবনের মূল্যবান সময় ব্যয় করে উত্তম প্রতিদান পাওয়া সম্ভব।

আরও পড়ুন:👇

কোরআন ও সুন্নাহ দুটোই শরীয়তের উৎস
ছাত্রদের অলসতা দূর করার উপায়
 

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Powered by

Hosted By ShareWebHost