Breaking News
Home / জরুরী মাসাইল / মেয়েদের মাথার চুল কাটার বিধান

মেয়েদের মাথার চুল কাটার বিধান

() মেয়েদের মাথার চুল কাটার বিধান

প্রশ্নঃ মেয়েদের থার চুল কাটা সম্পর্ শরীয়তের কি বিধান রয়েছে?

বর্তমানে প্রচলিত বিউটি পার্লারে মেয়েদের যে চুল কাটা হয়, তা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

উত্তরঃ বালেগা মেয়েদের মাথার চুল কাটা জায়িয নয়। আদ-দুররুল মুখতার কিতাবে এ ধরনের মহিলাদেরকে পাপী ও অভিশপ্ত বলা হয়েছে।

নারীর মাথার চুল মধ্যে দুটি পাপ বিশেষভাবে উউল্লেখযোগ্যঃ (১) নারীর জন্য নরের সাদৃশ্য অবলম্বন গোনাহ।

(২) কাফির ও বিজাতীয়দের সাথে সাদৃশ্য অবলম্বন করার গোনাহ।

বর্তমানে প্রচলিত বিউটি পার্লার গুলো বিজাতীয়দের রীতি প্রভাবিত ও নানা রকম ের কেন্দ্র।

কাজেই কোন মুসলিম নারীর জন্য বিউটি পার্লারে যাওয়া এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চুল ছোট করা জায়িয নয়।

[ প্রমাণঃ ফাতওয়ায়ে আলমগীরী, ৫/৩৫৮ # ফাতওয়ায়ে মাহমুদিয়া, ১১/৩৭৪, # ফাতওয়ায়ে শামী, ৬/৪০৭]

আরো পড়ুন 👇👇👇

শাড়ি পরিধান করার শরয়ী বিধান, ছেলেরা মেয়েদের সাথে চ্যাট করা যায়েজ হবে কি,
নারীদের জন্য ইউটিউবে আলেমদের বয়ান শোনার বিষয়ে দেওবন্দের ফতোয়া, কিয়ামতের ক্ষূদ্রতম আলামতঃসুশিক্ষার অভাব মূর্খতার সয়লাব

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost