Breaking News
Home / ইসলাম ধর্ম / যে সকল গিবত জায়েযঃ মুহাম্মদ ইলিয়াস

যে সকল গিবত জায়েযঃ মুহাম্মদ ইলিয়াস

(২৪ডটকম)যে সকল গিবত জায়েযঃ মুহাম্মদ ইলিয়াস

যে সকল গিবত জায়েয

প্রিয় বন্ধুগন!  সব ই কি নিন্দনীয়?উত্তর  না ৷সব গীবতই নিন্দনীয় নয় ৷এমন কিছু গীবত আছে যেগুলো করা জায়েয ৷

আজ আমরা সেগুলো নিয়েই আলোচনা করব ইংশাআল্লাহ ৷

ভারত বর্ষের প্রখ্যাত মুহাদ্দিস ও ফকীহ আল্লামা আব্দুল হাই লখনভী সাহেব রহ: তার উলুমুল হাদিস বিষয়ক প্রসিদ্ধ কিতাব

(الرفع و التكميل في الجرح و التعديل)এর ৫২নং পৃষ্টায় লিখেছেন, আল্লামা নববী রহ:তার কিতাব (رياض الصالحين)

ও ইমাম গাজালী রহ:(إحياء علوم الدين)এর মধ্যে উল্যেখ আছে,

শরয়ী কোন উদ্দেশ্যে জীবিত ও মৃত ব্যক্তির গীবত করা জায়েয আছে ,

এমন গীবত যা না করলেই নয় ৷ আর তা হলো ছয় প্রকার ৷ অর্থাৎ ছয়টি কারণ পাওয়া গেলে গীবত করা যাবে ৷

(১) ের কারণে অর্থাৎ উ যদি অন্য কারো উপর জুলুম করে তাহলে মাজলুম ব্যক্তি

বিচারক বা অন্য কারো কাছে যে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে তার নিকট বিচার করতে পারবে ৷

এবং এ বলতে পারবে যে অমুক ব্যক্তি আমার উপর জুলুম করেছে ৷

(২) অন্যায়ের প্রতিরোধ করার জন্য যে প্রতিরোধ করতে পারবে তার নিকট গিয়ে এই অভিযোগ করতে পারবে

যে অমুক ব্যক্তি এমন কাজ করে আপনি তাকে ধমকি দিন ৷

(৩) ফতওয়া চাওয়ার জন্য ৷ সুতরাং কেউ মুফতি সাহেবের নিকট গিয়ে এমন বলতে পারবে যে,

আমার পিতা বা এমন কেউ আমার উপর জুলুম করেছে, তো এর থেকে বাচার উপায় কি?

(৪) মুসলমানদের কে খারাপি থেকে বাচানো ও তাদের কল্যান কামিতার জন্য ৷

যেমন বিবাহ, লেনদেন ইত্যাদীর ক্ষেত্রে এমন কথা বলতে পারবে যে অমুক ব্যক্তির মাঝে অমুক অমুক সমস্যা আছে, তাই ্ক হোন ৷

(৫) কেউ যদি প্রকাশ্যে কোন খারাপ কাজ বা বিদআত করে তাহলে সে যতটুকু অপরাধ প্রকাশ্যে করে তা বলা যাবে ৷ অন্যান্য গুলো নয় ৷

(৬) কেউ যদি কোন মন্দ নামে প্রসিদ্ধ হয়ে যায় তাহলে সেটা বলা যাবে ৷

যেমন কেউ প্রসিদ্ধ হয়ে গেল লেংড়া বা কানা নামে তাহলে তা বলা যাবে ৷

তবে সে এই নামে যদি প্রসিদ্ধ না থাকে তাহলে এই নামকে প্রসিদ্ধি করা যাবে না ৷

আল্লাহ পাক তোমাকে, আমাকে, সবাইকে হারাম গীবত থেকে বেঁচে মানুষের কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন,আমীন!

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কেন মানুষের অন্তর কঠোর হয়

যেসব কারণে অন্তর শক্ত হয়

কলব মানুষকে নিয়ন্ত্রণ করে। সুস্থ কলব মানুষকে কল্যাণের পথদেখায়। আর অসুস্থ কলব মানুষকে কুপথে নিয়ে …

Powered by

Hosted By ShareWebHost