Breaking News
Home / স্বামী/স্ত্রী / স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বিষয়ে কিছু হাদিস

স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বিষয়ে কিছু হাদিস

(মুসলিমবিডি২৪ডটকম)

স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়ে কিছু হাদিস
EDITING BY M.AFJOL

স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিমঃ৫৭৯)

 

স্ত্রীর সাথে চুল আঁচড়ে নেয়া সুন্নাত। েশা রাঃ রাসূল সাঃ এর চুল আঁচড়ে দিতেন (বুখারীঃ২৯৫, মুসলিমঃ৫৭১)

 

স্ত্রীর সাথে একই সাথে গোসল করা সুন্নাত। আয়েশা রাঃ এর সাথে

এবং কখনো ইমুনা রাঃ এর সাথে রাসূল সাঃ পবিত্রতার গোসল করতেন (মুসলিমঃ৬২০, নাসাঈঃ৩৮০)

 

স্ত্রীর ব্যাবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত।

রাসূল সাঃ যখন মৃত্যুশয্যায়, তখন রাসূল সাঃ আয়েশা রাঃ এর কোলে শুয়ে ছিলেন

এবং রাসূল সাঃ বার বার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু রাসূল সাঃ এতোটাই অসুস্থ ছিলেন যে মেসওয়াক চিবোতে পারবেন না,

তাই আয়েশা রাঃ মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূল সাঃ ঐ মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন।

হাদীসে এভাবে লালা এ্রিত হওয়ার উল্লেখ রয়েছে (বুখারীঃ৫২২৬)

 

স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। রাসূল সাঃ আয়েশা রাঃ সবার সেরা, এবং খাদিজা আঃ এর ভালোবাসার প্রশংসা করতেন(বুখারীঃ৫২২৯, ৩৪১১)

 

স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাত। রাসূল সাঃ এবং আয়েশা রাঃ রাত্রীতে সবাই ঘুমোলে দৌড় প্রতিযোগিতা করতেন।

(ইবনে মাজাহঃ১৯৭৯,আবু দাঊদঃ২৫৭৮)

স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। আয়েশা রাঃ হাড় যুক্ত গোশত খাওয়ার পর রাসূল সাঃ আয়েশা রাঃ এর খাওয়া হাড় চুষে খেতেন।(মুসলিমঃ৫৭৯)

 

 স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত

স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূল সাঃ লটারী করতেন, যার আসতো তাকে নিয়ে ঘুরতে যেতেন। (বুখারীঃ২৫৯৩)

 

শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত।(তিরমিযিঃ১০৯৩)

 

স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত। (রাসূল সাঃ আয়েশা রাঃ কে হূমায়রা বলে ডাকতেন)

 

স্ত্রী কে কখনো মারধর না করা সুন্নাত। রাসূল সাঃ কখনো কারো উপর প্রতিশোধ নিতেন না,

এবং স্ত্রীদের ও মার ধর করতেন না। (বুখারীঃ৫২০৪, বুখারীঃ ৬১২৬)

 

স্ত্রীর কোলে মাথা রেখে তেলায়ত করা সুন্নাত। (বুখারীঃ২৯৭)

 

স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত। (বুখারীঃ ৬৭৬)

 

হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত। (বুখারীঃ৩০০)

 

স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়া সুন্নাত। এবং রাঃ বলেন স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয়,

এবং তার প্রতিদান রয়েছে। (আবু দাঊদঃ২৮৬৪)

 

স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত।

রাসূল সাঃ বলেন আয়েশা তুমি আমার উপর রেগে থাকলে আমি বুঝতে পারি,

আয়েশা রাঃ বলেন হে রাসূল কিভাবে বোঝেন আপনি?

রাসূল সাঃ বলেন তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো

“হে ইবরাহিম আঃ এর প্রভু” আল্লাহ কে এভাবে ডাকো,

আর যখন খোশ মেজাজে থাকো তখন বলো, “হে মুহাম্মদ সাঃ এর প্রভু” আল্লাহ কে এভাবে ডাকো।

(বুখারীঃ৫২২৮)

 

রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

ﺧَﻴْﺮُ ﺍﻷَﺻْﺤَﺎﺏِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺼَﺎﺣِﺒِﻪِ ﻭَﺧَﻴْﺮُ ﺍﻟْﺠِﻴﺮَﺍﻥِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺠَﺎﺭِﻩِ

‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম।

আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।(তিরমিজি, হাদিস নম্বর : ১৯৪৪)

 

সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সকলকে রাসূল সাঃ এর সুন্নাত গুলো পালন করার তাওফীক দান করুন। আমীন।

আরো পড়ুন 👉আদর্শ পরিবার গঠনে স্বামী ও স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য, অবাধ্য স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট ও দ্বীনের পথে আনার পদ্ধতি,
জেনে নিন কি গুন অর্জন করলে স্বামীর প্রিয় হওয়া যায়, স্ত্রীর ভালবাসা অর্জন করতে সকল স্বামীদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ উপদেশ

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কিভাবে চুরি করবেন প্রিয়তমের হৃদয়

কিভাবে চুরি করবেন প্রিয়তমের হৃদয়

(মুসলিমবিডি২৪ডটকম) প্রিয় বোন!   এই চুরি হালাল। তোমার প্রিয়তমের হৃদয়-কাননে বিচরণ করার অধিকার কেবল তোমারই। কিন্তু …

Powered by

Hosted By ShareWebHost