Breaking News
Home / নিউজ-সংবাদ / Bip এপস নিয়ে কিছু কথা

Bip এপস নিয়ে কিছু কথা

(মুসলিমবিডি২৪ডটকম)

Bip  এপস নিয়ে কিছু কথা

সামাজিক যোগাযোগ গুলোর মধ্যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো আমাদের কাছে বেশ জনপ্রিয়।

এবং এগুলোর ব্যবহারবিধি আমরা বর্তমানের সবাই প্রায় মোটামুটি জানি।

 

কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ খুললেই দেখা যায় অ্যাপস নামের বিজ্ঞাপন।

সম্প্রতি অ্যাপসটি মানুষের মন কেড়েছে। যারা এখনো জানেন না এই অ্যাপসটি কেন ব্যবহার করবেন,তাদের জন্য কিছু হিন্টস এখানে রাখলাম।

 

Bip এপসে যে সমস্ত বাড়তি সুবিধা রয়েছে

 

▪️ওয়াটসপের সব সুবিধার পাশাপাশি বড় বড় ফাইল অনায়েসে পাঠানো যায়।

▪️ অশ্লীল এড তো দূরের কথা, কোনো এডই নাই।

▪️এখন পর্যন্ত এর রেটিং 4.4 পয়েন্ট।

▪️ বড় কোনো অডিও মাঝখান থেকেও শোনা যায়। টানা যায়৷ এই সুবিধা ইমু বা ওয়াটসপে নেই।

▪️কীবোর্ড থিম এর সুবিধাও আছে।

▪️পার্সোনাল লক সিস্টেম।

▪️ ১০৬ টি ভাষার অটো ট্রান্সলেট সুবিধা। মানে আপনি আরবীতে লিখলেও অন্যজনের কাছে তা বাংলা হয়ে পৌছুবে।

▪️ এক সাথে HD কোয়ালিটিতে ১০ জনের সাথে ভিডিও কলের সুবিধা।

 

একাউন্ট খোলার নিয়ম

 

BiP ইন্সটল করতে মোবাইল নম্বরে 0 বাদ দিবেন। কান্ট্রি কোড +880 অটোমেটিক দেওয়া আছে।

0 দিলে +8800 হয়ে যাচ্ছে, এবং তার কারণে ফিরতি টেক্সট দেওয়া যাচ্ছে না।

 

ইতোমধ্যে যারা 01 দিয়ে নাম্বার শুরু করে তারা আনইন্সটল করে আবার ইন্সটল করুন এবং 1 দিয়ে (0 বাদ দিয়ে) মোবাইল ডিজিট শুরু করুন।

আরো পড়ুন 👇

বিশ্বের ইহুদী খ্রীষ্টান তোমরা মনে রেখো, কাফেরদের অনুসরণে আল্লাহর গজব, কাশ্মীর কি হতে যাচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট 

About নঙ্গে আসলাফ আফজাল

নঙ্গে আসলাফ আফজাল ১৯৯৫ সালের ১৪ ই এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন।২০১২ সনে হিফজ সম্পন্ন করেন মাদ্রাসা দাওয়াতুল হক দেওনা,গাজীপুর, ঢাকা । উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে ইসলামাবাদ মাদ্রাসা বি-বাড়িয়া । দাওরায়ে হাদিস (মাস্টার্স)সম্পন্ন করেন ২০২০ সনে শাহ সুলতান রহঃ মাদ্রাসা সিলেট । ইসলাম সম্পর্কে জানতে ও জানাতে পছন্দ করেন তাই; Muslimbd24.com এ তার দৈনিক ইসলামী নিউজ সহ বিভিন্ন লিখা প্রকাশিত হয়। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার:০১৭১৪৪৭৫৭৪৫ ইমেইল: hafijafjal601@gmail.com

Check Also

নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন

নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন

(মুসলিম বিডি ২৪.কম) بسم الله الرحمن الرحيم নিজেকে প্রতিষ্ঠিত করুন আত্মবিশ্বাসের উপর আত্মবিশ্বাস মানব জীবনের …

Leave a Reply

Powered by

Hosted By ShareWebHost