Breaking News
Home / ইসলাম ধর্ম / ছবি তোলা ও ভিডিও করা গুনাহের কাজ

ছবি তোলা ও ভিডিও করা গুনাহের কাজ

(২৪ডটকম)

ছবি তোলা ও ভিডিও করা গুনাহের কাজ

26.12.2020 Madrasa Madinatul uloom & Khanqah Emdadia Ashrafia Sharifbari, college more, bhandaria, perozepur

তরনে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর জীবন গড়ার এক আযীমুশশান

 

তোলা, ভিডিও করা গুনাহ। এটা কোন সুন্নত না, কোন ইবাদত না, কোন নেক না। একটা অন্যায় কাজকে, কে লোকেরা এখন উল্লাস এবং ফুর্তির কাজ বানায়ে নিয়েছে।

ছবি তোলে

দলে দলে

মাহফিলে মাহফিলে

কী তরিকা এটা?!

ভাই!

দ্বীন শেখাও,

ঈমান শেখাও,

ইসলাম শেখাও,

নামায শেখাও,

রোযা শেখাও,

মহব্বত-মারেফত এবং ভয় শেখাও,

এগুলো আখেরাতের সম্পদ।

ছবি নিয়ে মাতামাতি!

এটা কোন্ ইসলাম?!

এটা নিয়ে লোকেরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে, যেখানে যাও সেখানেই ছবি!

কী এটা ?! হাজার বছর পর্যন্ত কি ইসলাম ল্যাংড়া ছিল যে, এটাকে এখন জোড়াতালি দিয়ে সোজা করতে হবে, পুরা করতে হবে? বড় ভুল করছি আমরা! এরকম না করা চাই।

 

ছবি যদি এত ত্বপূর্ণ জিনিস হতো যে, হুজুরের ছবি, পীর সাহেবের ছবি, গাউসে আযম এর ছবি করলে এগুলি বরকত তো সবচেয়ে বেশি বরকতওয়ালা তো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের ছবি হতো। সে ছবি তো আল্লাহপাক হেফাজত করেননি। এখন আমাদের ছবিতে বরকতই বরকত!!

 

এগুলো আবেগ এবং জযবার জিনিস না। ইবাদত-বন্দেগির তরিকা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম শিক্ষা দিয়েছেন। ওহী এবং দ্বীন ও শরীয়ত আসমান থেকে এসেছে। বস্ সাদামাটা ইসলামের উপর চলি, আগে জান্নাতে চলি।

 

ভুলকে ভুল মনে করাও একটা গুণ, এটাও একটা নেক আমল এবং অপরাধকে অপরাধ মনে করাও একটা নেক আমল।

আরো পড়ুন 👇

ইন্টারনেট ব্যবহারে সন্তানের প্রতি এক মায়ের উপদেশ, আসুন! নিজের নফ্স কে কন্ট্রোল করি,  

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost