Breaking News
Home / জরুরী মাসাইল / আত্মহত্যাকারীর জানাযার নামাজ ও তার পরিণাম

আত্মহত্যাকারীর জানাযার নামাজ ও তার পরিণাম

() আত্মহত্যাকারীর জানাযার নামাজ ও তার পরিণাম

প্রশ্নঃ  কোন যদি কীটনাশক পান করে অথবা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে,

তাহলে তার পড়া যাবে কি? এবং এর পরিণতিতে তাকে কিরূপ শাস্তি ভোগ করতে হবে?

উত্তরঃ  , এতে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই, তবে ইসলামী শরীয়তে সকল

মুসলমানেরই জানাযা পড়ার নির্দেশ রয়েছে। তাই এমন ব্যক্তিরও জানাযা পড়তে হবে।

তবে সমাজের বরেণ্য ও অনুসরণীয় আলিমগণ মানুষকে এ অন্যায়ের জঘন্যতা বুঝানোর জন্য এরূপ ব্যক্তির জানাযায়

অংশগ্রহণ করা থেকে যদি বিরত থাকেন, তাহলে এরও অবকাশ আছে। তবে তার আত্মীয় স্বজন ও সাধারণ লোকেরা

অবশ্যই তার জানাযার ের ব্যবস্থা করবে। না পড়ে দাফন করবে না।

আত্মহত্যার শাস্তির ভয়াবহতা

আর আত্মহত্যার শাস্তির ভয়াবহতা ে একটি ে ইরশাদ হয়েছে, ” যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে,

সে সেভাবেই জাহান্নামে শাস্তি ভোগ করবে। ” উদাহরণস্বরূপ বলা যায়, যে ব্যক্তি কীটনাশক ঔষধ পান করে আত্মহত্যা করবে,

সে জাহান্নামেও তাই পান করতে থাকবে এবং উক্ত কীটনাশক পান করার দরুন যন্ত্রণা ভোগ করতে থাকবে।

অন্য হাদীসে ইরশাদ হয়েছে, আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে। অর্থাৎ তার শাস্তি খুব কঠিন এবং দীর্ঘায়িত হবে।

[প্রমানঃ আদ-দুররুল মুখতার, ২/২১১ # মিশকাত শরীফ, ৫২-৫৪]

(কপিঃ ফাতওয়ায়ে রাহমানিয়া ১/৪২২) 

আরো পড়ুন 👇👇👇

শহীদ কাকে বলে, শহীদ কত প্রকার ও কি কি এরহুকুম কি, আত্নহত্যা কেন মহাপাপ,
আগুনের শিকল পরা অবস্থায় বেড়িয়ে আসলো লাশ

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost