Breaking News
Home / ইতিহাস / কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ শেষ পর্ব

কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ শেষ পর্ব

(মুলিমবিডি২৪ডটকম) কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ শেষ পর্ব

(তৃতীয় পর্বের পর) অতঃপর তাই সেনাপতি নিযুক্ত করে পাঠালো। শিমর বিন জিল জওশন হুসাইন রাঃ এর কাছে আসলে

হুসাইন রাঃ তাকে তিনটি প্রস্তাব দেন। ১. আমাকে য় ফিরে যেতে দাও। ২. না হয় আমাকে সরাসরি ইয়াজিদের কাছে পৌঁছে দাও।

৩. এর কোনটিই পছন্দ না হলে আমাকে তৃতীয় কোন মুসলিম অঞ্চলের সীমান্তের কাছে পৌঁছে দাও,

সেখানে আমি কাফিরদের সাথে জিহাদ করতেকরতে শাহাদাত বরণ করব।

শিমারের

কিন্তু শিমার বলল আপ সামনে দুটি পথই খোলা আছে, হয় ইয়াজিদের হাতে বায়আত গ্রহণ করুন, না হয়

যুদ্ধ আপনার ও আমার মাঝে ফয়সালা করবে। হুসাইন রাঃ বায়আত গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করলে

শিমার বাহিনী ফুরাত নদী ও তাদের তাবুর সংযোগ বিচ্ছিন্ন করে দিল। যাতে তাদের কাছে একফোঁটা পানিও পৌছতে না পারে।

হযরত হুসাইন রাঃ এর ধৈর্য ও তার শিশুর শাহাদাত বরণ

একফোঁটা পানি যাতে তাদের কাছে পৌঁছতে না পারে সে জন্য কড়া ব্য্থা ও গ্রহণ করে।

পানির অভাবে হুসাইন রাঃ এর লোকজনের তাবুতে হাহাকার পড়ে যায়। তারপর ও হুসাইন রাঃ ধৈর্য ধারণ করে থাকেন।

৯ ই মহররম সারা রাত তিনি ও তার সাথীরা ইবাদাতে কাটান। ১০ ই মহররম অবস্থা আরও করুণ হয়ে যায়।

হুসাইন রাঃ এর কোলের শিশু পিপাসায় ছটফট করতে থাকে। তাই তাকে পানি পানি পান করানোর জন্য ফোরাতের দিকে অগ্রসর হতেই

শিমারের পক্ষ থেকে একটি তীর এসে শিশুর কন্ঠনালীতে বিদ্ধ হয়ে তৎক্ষণাৎ শাহাদাত বরণ করে।

অতঃপর শিমার বাহিনী যুদ্ধ শুরু করে দেয়। হুসাইন রাঃ এর সঙ্গীরা ও জালিের বিরুদ্ধে মোকাবেলা করতে থাকেন।

এবং শাহাদাত বরণ করতে থাকেন। সবশেষে হুসাইন রাঃ বীরের মত হুংকার ছেড়ে ময়দানে ঝাপিয়ে পড়েন।

আঘাতপ্রাপ্ত হয়েও যুদ্ধ করতে করতে অবশেষে শাহাদাত বরণ করেন।

  1. আরো পড়ুন 👇

কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ পর্ব ১

কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ পর্ব ২

কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ পর্ব ৩

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

কেন মানুষের অন্তর কঠোর হয়

যেসব কারণে অন্তর শক্ত হয়

কলব মানুষকে নিয়ন্ত্রণ করে। সুস্থ কলব মানুষকে কল্যাণের পথদেখায়। আর অসুস্থ কলব মানুষকে কুপথে নিয়ে …

Powered by

Hosted By ShareWebHost