Breaking News
Home / ইতিহাস / কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ পর্ব ৩

কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ পর্ব ৩

(২৪ডটকম)কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ পর্ব ৩

ইবনে আকীল রাঃ গ্রেফতার ও শাহা বরণ

উবাইদুল্লাহ বিন যিয়াদ কুফায় এসেই বিদ্রোহ দমন করে। এবং মুসলিম ইবনে আকীল রাঃ কে গ্রেফতারের পরওয়ানা জারী করে।

য় তার বাহীনি তাকে গ্রেফতার করে ফেলে এবং ৬০ হিজরীর জিলহজ সের ৮ তারিখ তাকে নির্মমভাবে নির্যাতন করে শহিদ করে ফেলে।

হুসাইন রাঃ এর মক্কা থেকে কুফার দিকে রওনা

এদিকে হযরত হুসাইন রাঃ মক্কা থেকে রওয়ানা হয়ে যান। কিন্তু তিনি হযরত মুসলিম ইবনে আকীল রাঃ এর

শহিদ হওয়ার জানতেন না। যখন উবাইদুল্লাহ হুসাইন রাঃ এর রওয়া কথা জানতে পারলে,

তখন সে হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে একদল সৈন্য হুসাইন রাঃ এর যাত্রা প্রতিহত করার জন্য প্রেরণ করল।

কুফায় প্রবেশ করতে বাধা প্রদান

হুর ইবনে ইয়াজিদ হুসাইন রাঃ এর কাছে এসে বললেন আমাকে আদেশ করা হয়েছে

যেন আপনাকে কুফায় প্রবেশ করতে না দেই। আপনি অন্য কোথাও চলে যান আমরা বাধা দেব না।

তখন হযরত হুসাইন রাঃ চলতে চলতে কারবালার ময়দানে এসে পৌছলেন।

এবং সাথী সঙ্গীদেরকে এখানেই তাবু গাড়তে নির্দেশ দিলেন। হুর ইবনে ইয়াজিদ হুসাইন রাঃ এর সাথে ভালো ব্যবহার করতে লাগলেন।

এ অবস্থা জানতে পেরে উবাইদুল্লাহ তাকে বরখাস্ত করে নতুন সেনাপতি নিয়োগ করার চিন্তাভাবনা করল,

এবং ঘোষণা করল কে আছো! যে হুসাইনকে ইয়াজিদের বায়আত গ্রহণে বাধ্য করবে, না হয় তার মাথা কেটে আমার কাছে নিয়ে আসবে।

তখন শিমর ইবনে জিল জওশন বলল আমিই পারব।

আরো পড়ুন

কারবালার সংক্ষিপ্ত প্রকৃত ইতিহাসঃ পর্ব ১

 

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost