Breaking News
Home / ইসলাম ধর্ম / মৃত্যুর সময় কেমন মনে হয়

মৃত্যুর সময় কেমন মনে হয়

(মুসলিমবিডি২৪ডটকম)

মৃত্যুর সময় কেমন লাগে

্যু অমোঘ বিধান অনিবার্য।একথা কেউ অস্বীকার করে না।কিন্তু সবার মনে এ প্রশ্ন জাগে যে, মৃত্যুর সময় নুষের কেমন লাগে। মৃত্যুর পরে কি হয়?

উন্নত বিশ্বের বৈজ্ঞানিক,বিশেষজ্ঞ ও গবেষকগণ মৃত্যু নিয়ে অনেক গবেষণা করেছেন।তারা বহু সংখ্যক মৃত্যু পথযাত্রীর বক্তব্য লিখে রেখেছেন।

১৯৫৭ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক রেমন্ড মেডি তার লেখা  “লাইফ আফটার লাইফ”  গ্রন্থটি উচ্চ প্রশংসিত হয়েছে।

িত হওয়ার পর অল্প দিনের মধ্যে কয়েক লাখ কপি বিক্রি হয়েছে

উক্ত গ্রন্থের বিষ্ময়কর বিষয় হচ্ছে,এতে দেহবিহীন অস্তিত্বের অনুভূতি বর্ননা করা হয়েছে।

কারণ বর্তমান বিশ্বে বস্তবাদী লোকদের নিকট দেহবিহীন অস্তিত্ব কল্পনা করা যায় না।

এ গ্রন্থে আরেকটি বিষ্ময়কর বিষয় হচ্ছে

সকল মৃত্যুপথযাত্রীই চমৎকার তীব্র আলোর কথা নানাভাবে বর্ননা করেছেন।কিন্তু সে আলোর উত্তাপ এবং কোমলতা আলোকপাত করতে পারেন নি।

তবে একথা বলেছেন যে,সেই উজ্জ্বল আলো সহজেই তাদের অস্তিত্বকে ঘিরে ফেলেছে।

টমাস এডিসনের মৃত্যু ঘটনা

এ বিষয়ে বিখ্যাত বৈজ্ঞানিক টমাস এডিসনের মৃত্যু সম্পর্কে করা হয়েছে।

১৮৪৭ সালে গ্রহণকারী এই বৈজ্ঞানিক ১৯১৩ সালে মৃত্যুবরণ করেন।

অনেকে দাবি করেন তিনি মহান প্রতি বিশ্ী ছিলেন।তিনি যখন মারা যাচ্ছিলেন,তখন তার তার হাত রাখছিলেন।

মনে হচ্ছিল তিনি ঘুমিয়ে আছেন।তার হৃদয় স্পন্দন তীব্র হয়েছিল। কামরায় পুর্ন নিরবতা বিরাজ করছিল।

হঠাৎ এডসিন কারো সাহায্য ছাড়াই উঠে দাড়ালেন,চোখ মেলে তাকালেন,এবং দেয়ালের প্রতি এক দৃষ্টি তাকিয়ে রইলেন

তার ফর স্ত্রীকে বললেন ওখানে কি চমৎকার দৃশ্য। এডসিন কি দেখেছেন সেটা বলেন নি,অন্য কেউ বলতে পারে না।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কেন মানুষের অন্তর কঠোর হয়

যেসব কারণে অন্তর শক্ত হয়

কলব মানুষকে নিয়ন্ত্রণ করে। সুস্থ কলব মানুষকে কল্যাণের পথদেখায়। আর অসুস্থ কলব মানুষকে কুপথে নিয়ে …

Powered by

Hosted By ShareWebHost