Breaking News
Home / কিয়ামত / কিয়ামতের আলামতঃ চাপাবাজি প্রতিযোগিতা

কিয়ামতের আলামতঃ চাপাবাজি প্রতিযোগিতা

(২৪ডটকম)

কিয়ামতের আলামত চাপাবাজি প্রতিযোগিতা

শরীয়ত সম্মত পন্থায় সম্পদ উপার্জনে দোষের কিছু নাই।জজ,উকিল,ও ব্যরিস্টারগন এ নিয়মেই বেতনভুক্ত চাকুরী করে থাকেন।

কিন্তু ভ্রান্ত ,ব্যবসায় মিথ্যা শপথ, আর  অধিক চাপাকে  পেশা হিসেবে গ্রহণ-সকে ইসলাম  সম্পুর্ন নিন্দা করে।

উমর বিন সাঈদ রাযি. একবার পিতা বরাবর খুবই পান্ডিত্য ও সাহিত্য পর্ন ভাষায় একটি আবেদন পেশ করলেন।

আবেদন শেষ হলে তিনি ছেলেকে উদ্দেশ্য করে বললেন  তোমার কথা  শেষ হয়েছে?  ছেলে বলল জ্বি হ্যাঁ  পিতা বললেন,

ওহে বৎস!ভেবো না যে, তোমাকে আমি অবহেলা করছি,অথবা তোমার আবেদন পূর্থে আমি অসম্মত। তবে শুনে রাখো

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অচিরেই এমন জাতির আবির্ভাব হবে,যারা গরু-গাভির মত মুখ ব্যবহার করে উপার্জন করবে। (মুসনাদে আহমদ১৫১৭)

আব্দুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত,নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন হচ্ছে,

  1. অসৎ ব্যক্তিদের মর্যাদা
  2. সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের অসম্মান।
  3. অশ্লীল া-বার্তার ব্যপক আকার ধারণ।
  4. (দ্বীনছাড়া) সকল কাজে সুচারু রূপে সম্পাদন।
  5. সর্বস্তরের মানুষের মাঝে ব্যপক অনাচার প্রকাশ।

ব্যপক অনাচার জিজ্ঞাসা করা হলে তিনি বলেন “ কালাম ব্যতীত যা লিখা হবে, সবই অন্যায়।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

ঘরবাড়ি ডিজাইন ও সুসজ্জিত করা

কিয়ামতের আলামতঃ ঘরবাড়ি ডিজাইন ও সুসজ্জিত করা

(মুসলিমবিডি২৪ডটকম)   অত্যধিক অপচয়, অনর্থক বিষয়ে প্রতিযোগিতা,অহংকার -এগুলো অতি-নিন্দনীয় ব্যপার। আল্লাহ বলেন আর তোমরা সীমাতিরিক্ত …

Powered by

Hosted By ShareWebHost