Breaking News
Home / ইসলামিক নিউজ / বেফাকের চলমান সঙ্কট নিয়ে ১২দফা প্রস্তাবনা

বেফাকের চলমান সঙ্কট নিয়ে ১২দফা প্রস্তাবনা

(মুলিমবিডি২৪ডটকম)

বেফাকের চলমান সঙ্কট নিয়ে ১২দফা বাংলাদেশ কওমী দরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর ‘চলমান সঙ্কট উত্তরণে করণীয়' শীর্ষক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল ২টা থেকে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে কওমী মাদরাসা কল্যাণ পরিষদের উদ্যোগে

এবং ফুজালায়ে দারুল ঊলূম দেওবন্দ এর ব্য্থাপনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তাগণ বলেছেন, বেফাকের নীতিমালা অনুসরণ করে চলমান সঙ্কট দূর করা সম্ভব।

তাছাড়া বেফাকের সভাপতি ও নির্বাচনের ক্ষেত্রে যোগ্য, দক্ষ, তাকওয়াবান, দূরদৃষ্টি সম্পন্ন এবং অরাজনৈতিক ব্যক্তিকে স্থান দিলে চলমান সঙ্কট সমাধান সম্ভব হবে।

বেফাকের চলমান সঙ্কট নিরসনে সম্মেলনে সবার পক্ষ থেকে ১২দফা প্রস্তবনা পড়ে শুনান কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।

যা সর্বসম্মতভাবে সমর্থন করা হয়।

১. সকল কার্যক্রম পরিচালনায় বিদ্যমান গঠনতন্ত্র যথাযথ অনুসরণ করা।

২. বেফাক একটি জাতীয় প্রতিষ্ঠান অতএব বিভাগের সভাপতি ও মহাসচিব অবশ্যই অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া।

৩. যেহেতু বেফাক একটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের অতএব সবাইকে ধারণ করে সাথে নিয়ে চলতে পারেন এমন একজনকে বিভাগের শীর্ষপর্যায়ে নির্বাচিত করা।

৪. সভাপতি ও মহাসচিব সুনির্দিষ্ট মেয়াদকালের জন্য নির্বাচিত করা।

৫. বেফাক একটি শিক্ষা বোর্ড। অতএব বেফাকের শিক্ষাসূলভ বজায় রাখা।

৬. মহাসচিবকে সার্বক্ষণিকভাবে বেফাকের কাজ নিয়ে থাকা।

৭. বেফাকের সকল কার্যক্রমের স্বচ্ছতা এনে একে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া।

৮. বেফাকের সকল নিয়োগে স্বচ্ছতা আনতে যথার্থ নিয়োগবিধি প্রণয়ন করা।

৯. বেফাকের পরীক্ষার কার্যক্রমে দা বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া।

১০. সরকারি হস্তক্ষেপ মুক্ত রেখে জাতির আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটানো।

১১. উত্থাপিত অভিযোগ সমূহ যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা।

১২. বেফাকের বার্ষিক -ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রধানের নিকট পেশ করা।

সুত্রঃ UORISLAM 24.com

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

তোহ্ফায়ে সুন্নাহ্

এস্তেঞ্জার আদব ও সুন্নতসমূহ   ১. এস্তেঞ্জাখানায় প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে মাথা ঢেকে নেয়া। (মুসান্নাফে …

Powered by

Hosted By ShareWebHost