Breaking News
Home / ইসলাম ধর্ম / ইসলাম ধর্মের বিধান নিয়ে হাসা-হাসির উল্টো ফল

ইসলাম ধর্মের বিধান নিয়ে হাসা-হাসির উল্টো ফল

(বিডি২৪ডটকম)

ধর্মীয় বিধান নিয়ে হাসা-হাসির উল্টো ফল

সঃ বলেন “যখন তোমাদের কেউ থেকে জাগ্রত হয়,

তখন যেন সে তার হাত তিনবার ধৌত করা ব্যতীত ে প্রবেশ না করায়,

কেননা সে জানে না তার হাত ঘুমন্ত অ্থায় কোথায় অবস্থান করেছে।”

আলোচ্য হাদিসের ব্যপারে জনৈক বিজ্ঞানীর মন্তব্য

জনৈক বিজ্ঞানী বলেন, আমি প্রথমে যখন  ধর্মের এ বিধান দেখি,তখন এটা আমার নিকট খুবই হাস্যকর মনে হয় যে,

মানুষ ঘুম থেকে উঠবে কিন্তু হাত ধৌত করবে কেন?   এটার দরকার কি? আমি বিষয়়়টি নিয়়ে ভাবতে থাকি,

হঠাৎ আমার ঘুম এসে যায়, ঘুম থেকে উঠে আমি হাত ধোয়া ছাড়াই ঠোঁটে হাত দিয়ে দেখি ঠোঁট হালকা জ্বলছে।

অতঃপর হাত ধৌত করা ছাড়াই খাবার খেলাম।সাথে সাথে আমার পেঠের মধ্যে হুড়মুড় শুরু করল। পরপরই ডায়রিয়া আরম্ভ হল।

আর ঠোঁট দুটিও ফুলে গেল।পরক্ষণেই হাত পরীক্ষা করে দেখলাম,আমার হাতে বিচ্ছুর বিশ লেগে রয়েছে।

আমি ঘুমিয়ে গেলে বিচ্ছু আমার হাত চাটার ফলে এ সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

আমি যদি হাত ধৌত পর ঠোঁটে হাত দিতাম,এবং খাবার খেতাম,তাহলে এমনটি হত না।

অপরদিকে আমি আরো ভাবলাম যে, মানুষ ঘুমালে হাত বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে,এবং তাতে নানা ধরনের জীবাণু ও ময়লা লাগার সম্ভাবনা থাকে,

যা মানুষের কে বিপন্ন করতে যথেষ্ট।  তখনই ইসলামের এই  মহান বিধানের প্রতি আমার শ্রদ্ধা জাগলো,এবং এ বিধান বিচক্ষণতার প্রতি মুগ্ধ ও কৃতজ্ঞ হলাম।

সত্যি ইসলাম এক অমিয় ধর্ম,যা মানুষের জীবনের সুস্থতা

 

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কেন মানুষের অন্তর কঠোর হয়

যেসব কারণে অন্তর শক্ত হয়

কলব মানুষকে নিয়ন্ত্রণ করে। সুস্থ কলব মানুষকে কল্যাণের পথদেখায়। আর অসুস্থ কলব মানুষকে কুপথে নিয়ে …

Powered by

Hosted By ShareWebHost