Breaking News
Home / আল্লাহর ওলীগণ / শায়েখ আনোয়ারুল হক চৌধুরী রহঃ-র সংক্ষিপ্ত পরিচিতি

শায়েখ আনোয়ারুল হক চৌধুরী রহঃ-র সংক্ষিপ্ত পরিচিতি

()

শায়েখ আনওয়ারুল হক্ব চৌধুরী রহঃ এর পরিচিতি

 

بسم الله الرحمن الرحيم

ীয়শিক্ষায় নারীজাগরণের অগ্রনায়ক প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শায়ে আনওয়ারুল হক চৌধুরী (র.)-র ংক্ষিপ্ত পরিচিতিঃ

জন্ম ও বংশঃ সিলেটের অন্তর্গত বালাগঞ্জ থানাধীন গহরপুর পরগনার সুলতানপুর গ্রামের এক ঐতিহ্যবাহী মুসলিম দার পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন।

বংশ পরম্পরা হযরত শাহ জালাল মুজাররাদে ইয়ামেনী (রহ.)-র অন্যতম সাথী হযরত শাহ আলাউদ্দিন (রহ.)-র সূত্রে

খলীফাতুর রাসূল হযরত সিদ্দী আকবর (রাযি.)-র সঙ্গে মিলিত হয়

বাল্যকাল ও ঃ শিশুকাল থেকেই তিনি ছিলেন ন্যায়ের ধারক আর অন্যায়ের বিরুদ্দে প্রতিবাদী। নিজের পর্বদের প্রতিষ্ঠিত বাড়ির মাদরাসায় ৮ম

শ্রেণী পর্যন্ত লেখাপড়া পর তৎকালীন বিখ্যাত প্রতিষ্ঠান সিলেট আলিয়ায় তিনি সুনামের সাথে লেখাপড়া করে সম্পূর্ণতা অর্জন করেন।

কর্মজীবনঃ সঙ্গত কারণে কর্মজীবনের প্রথম কয়েকটি বৎসর তিনি য় নিয়োজিত হন পরবর্তীতে হযরত শাহ জালাল দরগাহ মসজিদে ইমামতির দায়ীত্ব আদায় করেন।

প্রখ্যাত বুজুর্গ হযরত হরমুযুল্লাহ (রহ.)-র সাথে ্বের সফর সঙ্গী হয়ে কয়েক মাস উনার নেক সুহবতের বদৌলতে আধ্যাত্মিকতার অনেক রসদ অর্জন করেন।

অতঃপর ধর্মীয় শিক্ষায় নারীজাগরণের অগ্রণী ভূমিকা পালন করে প্রতিষ্ঠা করেন “আল জামেয়াতুতত্বায়্যিবাহ হযরত শাহ সুলতান (রহ.) মহিলা মাদরাসা”।

এরপর পুরুষদের জন্য প্রতিষ্ঠা করেন “হযরত শাহ সুলতান (রহ.) টাইটেল মাদরাসা”।

এছাড়াও সর্বসাধারণের প্রতি লক্ষ রেখে তিনি প্রবর্তন করেন “এ'লায়ে কালেমাতুল্লাহ” সংগঠন।

পরলোকগমনঃ ১-৬-২০২০ ইংরেজী রোজ সোমবার ভোর ৪.৫০ মিনিটের সময় তিনি মনীবের ডাকে হাজিরি দেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এসময় তাঁর বয়স ৮৭ বৎসর অতিক্রম করছিলো।

বিঃ দ্রঃ এখানে সাগর থেকে চামুচে পানি তুলার মতো করে জীবনের আদি-অন্তটি তুলে ধরলাম। বিস্তারিত জানতে অপেক্ষায় থাকুন!

About Muhammad abdal

আমি মুহাম্মদ আব্দুর রহমান আবদাল।দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছি ২০২১ ইংরেজি সনে । লেখালেখি পছন্দ করি।তাই সময় পেলেই লেখতে বসি। নিজে যা জানি তা অন্যকে জানাতে পছন্দ করি,তাই মুসলিমবিডি ওয়েব সাইটে লেখা প্রকাশ করি। ফেসবুকে ফলো করুন👉 MD ABDALツ

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost