Breaking News
Home / ঈদুল আযহা ঈদুল ফিতর / টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যাবে

টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যাবে

(মুসলিমবিডি২৪ডটকম)

টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যায়

بسم الله الرحمن الرحيم

য়ে ফিতর যেহেতু করা হয় গরিবের প্রয়োজন পূরনের জন্য,তাই কেউ চাইলে ের মুল্য

আদায় করতে পারবে।এখানে প্রথমেই একটি কথা বলে রাখি,

টাকা দ্বারা আদায় উত্তম নাকি খাবার দ্বারা

এবিষয়ে ইমাম শাফেয়ী ও আবু হানিফা রহঃ এর মাঝে মতপার্থক্য হলো উত্তম আর অনুত্তমের,জায়িয নাজায়িযের নয়।

ইমাম আবু হানিফা রহঃ  এর মতে টাকা দ্ববারা সদকায়ে ফিতর আদায় করা উত্তম।

ইমাম শাফেয়ী রহঃ  এর মতে খাবার দ্বারা সদকায়ে ফিতর আদায় করা উত্তম।

বর্তমানে আমাদের দেশে কিছু ভাই /বোন জেনে অথবা না জেনে জোরে শোরে প্রচার করছেন,

সদকায়ে ফিতর খাবার দ্বারা আদায় করতে হবে,কারণ দিনার দিরহাম তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল।

কিন্তু রাসুল সাঃ সেগুলো দ্বারা সদকায়ে ফিতর আদায় না করে খাবার দ্বারা আদায় করেছেন।

এজন্য গরিবের প্রয়োজন থাকা সত্ত্বেও টাকা নয় বরং খাবার দ্বারাই সদকায়ে ফিতর আদায় করতে হবে।

এব্যাপারে প্রথম কথা হলো টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায়ে কোন দলিল নেই,একথা চরম ভুল।

বরং এর পক্ষে অনেক দলিল রয়েছে।যেমনঃ  ইমাম বুখারী রহঃ  মুয়াজ ইবনে জাবাল রাঃ এর বক্তব্য নকল করেছেন এভাবে,

হযরত মুয়াজ ইবনে জাবাল রাঃ ইয়ামানবাসীকে ্দেশ্য করে বলেন_

অর্থাৎ ” তোমরা তোমাদের সদকার মধ্যে কাপড় খাদ্য দ্রব্যের স্থলে।সেটা তোমাদের জন্য সহজ এবং

িনায় অ্থানকারী সাহাবা আজমাঈনের জন্য অধিক উপযোগী। (১)

ইমাম আবু হানিফা রহঃ  এটাই বলেছেন।ইয়ামানবাসীর জন্য কাপড় ছিল অধিকতর সহজ এবং উপযোগী,

এজন্য হযরত মুয়াজ রাঃ সেটার নির্দেশ দিয়েছিলেন,বর্তমান যুগে টাকা অধিকতর সহজ ও উপযোগী,

তাই ফিকহে হানাফীর মত হলো_বর্তমান যোগে টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা উত্তম।

ইমাম বুখারী রহঃ  এর মতে টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যাবে।ইবনে রুশাইদ রহঃ বলেন

وافق البخاري في هذه المسألة الحنفية مع كثرة مخالفة لهم

অর্থাৎ এ মাসআলায়  ইমাম বুখারী রহঃ  হানাফী মাযহাবের অনুসরণ করেছেন,যদিও অধিকাংশ মাসআলায় তিনি তাদের বিরোধীতা করেন। (২)

প্রসিদ্ধ তাবেয়ী আতা রহঃ বর্ননা করেন_ অর্থাৎ উমর রাঃ সদকার ক্ষেত্রে দিনার দিরহাম (টাকা) ইত্যাদি গ্রহন করতেন।(৩)

যুহায়ের রহঃ বলেন আমি  আবু ইসহাককে বলতে শুনেছি যে,তিনি বলেন_

“আমি সাহাবাদের কে পেয়েছি যে,তারা রমযানের সদকাতে খাবারের মূল্য পরিমাণ দিরহাম আদায় করেছেন”।(৪)

প্রসিদ্ধ তাবেয়ী হাসান বসরী রহঃ এর ফতোয়া

তিনি বলেন_ لا بأس ان تعطي الدراهم في صدقة الفطر

অর্থাৎ সদকায়ে ফিতর দিরহাম দ্বারা আদায় করতে কোন সমস্যা নেই।(৫)

টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় হবে এটা শুধু  আবু হানিফা রহঃ  এর মত নয়,

ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ  এর মত ও তাই। ইমাম আবু দাউদ রহঃ  বলেন,

অর্থাৎ “ইমাম আহমদ বিন হাম্বল রহঃ এর কাছে প্রশ্ন করা হয়েছে এক ব্যক্তি ,

যে তার খেজুর গাছ বিক্রি করে দিয়েছিল,সেকি খেজুর দ্বারা সদকা আদায় করবে নাকি মুল্য দ্বারা?

ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ   জবাব দিলেন সে চাইলে খেজুর দ্বারাও আদায় করতে পারবে,আবার চাইলে মূল্য দ্বারা ও আদায় করতে পারে (৬)

এজন্য আমাদের দেশে যারা বলে থাকেন যে, টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়,তাদের কথা সঠিক নয়।

দোয়া করি আল্লাহ সুবহানাহু তায়ালা তাদের সুমতি করুন।আমীন।

তথ্য সুত্রঃ

(১)বুখারী শরীফ হাঃ ১১৪৭

(২)উমুল ক্বারী ৩/৩৭৮ (৩)(৪)(৫)মুসান্নাফে ইবনে আবি শাইবা হাঃ ১০৫৩৯/১০৪৭২/১০৪৭১ (৬)মিরআতুল মিফতাহ্ ১৩/৩২৫

লিখেছেনঃ ক্বারী মাওঃ মিজানুর রহমান সাইফ ঃ দারুল উলূম সোনাপুর রূপাপুর মাদ্রাসা।

ইমাম ও খতিবঃ সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদ।

আরো পড়ুনঃ  সদকায় সম্পদ কমে না বরং মুসিবত দূর করে

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost