Breaking News
Home / ইতিহাস / বৃটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় বীর সৈনিক টিপু সুলতানঃপর্ব১

বৃটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় বীর সৈনিক টিপু সুলতানঃপর্ব১

(মুলিমবিডি২৪ডটকম)

বৃটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় বীর সৈনিক টিপু সুলতান

জগৎশেঠ,উমিচাঁদ,মীরজাফর,রায় দূর্লভ চক্রের ষড়যন্ত্রে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় ১৭৫৭ ঈসায়ী সনের ২৩জুন।

ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ও এদেশীয় হিন্দু ব্রাহ্মণ শক্তির াসঘাতকতায় মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত হয়।

রাজনৈতিক পরাধীনতার পাশাপাশি তারা অর্থনৈতিক ও সাংস্কৃতিক গোলামীর জিঞ্জিরেও আবদ্ধ হয়।

আজাদি হারিয়ে আমিরের জাতি রাতারাতি ফকিরের জাতিতে পরিণত হয়।

তাই ইতিহাস পর্যালোচনায় জানা যায়,সম্রাজ্যবাদী বৃটিশরা এদেশ দখলের পর থেকে উপমহাদেশের মুসলমানরা একদিনের জন্যও বসে থাকে নি।

১৯৪৭সনের স্বাধীনতা দীর্ঘ ১৯০বছর ধরে তারাই আন্দোলন সংগ্রাম করেছে।

এই দীর্ঘ সংগ্রামে নিহত হয়েছে লাখ লাখ বনি আদম।শাহা বরণ করেন মানব ইতিহাসের বিখ্যাত অনেক বীর।

টিপু সুলতান তাদেরই একজন।টিপু সুলতানের জন্ম ১৭৫০সনে।পিতার নাম হায়দর আলী।

মহীশূরের ব্যাঘ্র খ্যাত হায়দার আলী ছিলেন একজন মহান মুজাহিদ ও ন্যায়পরায়ণ শাষক।

বৃটিশ বেনিয়াদের বিতাড়নের লক্ষ্যে তিনি বার বার যুদ্ধের ময়ে ঝাপিয়ে পড়েন।

কিন্তু মারাঠাদের মুনাফেকিতে তিনি লক্ষ্য পানে পৌছতে পারেন নি বটে,তবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে

তার নাম আজও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে।এই হায়দার আলীর সুযোগ্য সন্তান টিপু সুলতান।

টিপুর বুদ্ধিমত্তা,সাহস,রাজনৈতিক প্রজ্ঞা ছিল অসাধারণ।

হায়দার আলী মহীশূরে দীর্ঘ ২২বছর রাজত্ব করার পর ১৭৮২সনের ৭ই ডিসেম্বর ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)

পিতার ইন্তেকালের পর ইংরেজদের তাড়ানোর কঠিন জিম্মাদারী গ্রহণ করেন টিপু সুলতান।

পিতার ্যুর দু'বছর পর১৭৮৪ সনে টিপু সুলতানের সাথে ইংরেজ শক্তি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে সন্ধি চুক্তি করে।

কিন্তু এ বিনয় ও নম্রতার মধ্যে তাদের ভয়ঙ্কর ষরযন্ত্র লুকিয়ে ছিল।অতীতে তারা বীরশ্রেষ্ঠ হায়দার আলীর সাথে বার বার চুক্তি লংঘন করে।

তদ্রুপ টিপুর সাথেও তারা সন্ধি করে আরো আগ্রাসী ভূমিকা পালন করে।

মারাঠাদের সহযোগিতায় তারা ভিন্ন দিক থেকে আক্রমণ চালায় মহীশূরের উপর।এতে পরাজয় বরণ করে,

টিপু সুলতান এক অপমানজনক সন্ধিতে সাক্ষর করতে বাধ্য হন।তারপরও ইংরেজদের সাধ মেটেনি।

সাম্রাজ্যবাদী শক্তি টিপু সুলতানকে দুনিয়া থেকে বিদায় করে,মহীশূর দখলের ভিন্ন পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়।

দেশীয় বিশ্বাসঘাতক ও ইংরেজরা মিলে টিপু সুলতানকে ধ্বংস করতে চতুর্থ বারের মত মহীশূর যুদ্ধে অবতীর্ণ হয়।

১৭৯৯ সনে এ যুদ্ধ সংঘটিত হয়

এ যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেন মিঃমনিংটন। টিপু সুলতান ও তার বাহিনী অত্যন্ত বীরত্ব ও দার সাথে লড়াই চালিয়ে যান।

কিন্তু বীরবিক্রমে যুদ্ধ করার পরও টিপুর বাহিনী পরাজয় বরণ করে।টিপুর একহাত বিপক্ষ শক্তির অস্ত্রের আঘাতে অচল হয়ে পড়ে।

সর্বশেষ ইংরেজরা টিপুকে চিৎকার করে আত্মসমর্পণ করতে বলে,কিন্তু বীর টিপু আত্মমর্যাদা না হারিয়ে,

একহাত দিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন।সেদিন ছিল ৪মে ১৭৯৯ঈসায়ী।

চলবে….

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

বিশ্ব ইজতেমা সর্বপ্রথম কখন কোথায় শুরু হয়

বিশ্ব ইজতেমা সর্বপ্রথম কখন কোথায় শুরু হয়

মুসলিমবিডি২৪ডট কম তাবলীগ প্রথম ইজতেমা ১৯৪১ সনে দিল্লির নিজামউদ্দিন মসজিদের ছোট্ট এলাকায় মেওয়াতের মাদ্রাসায় অনুষ্ঠিত …

Powered by

Hosted By ShareWebHost