Breaking News
Home / ইসলাম ধর্ম / মহিলাদের পোষাক কেমন হবে

মহিলাদের পোষাক কেমন হবে

(মুসলিমবিডি২৪ডটকম)

নারীদের পোষাক কেমন হবে

بسم الله الرحمن الرحيم

মহিলাদের লেের শর্তাবলী নিম্নরূপ:

১- লেবাস (পোশাক) যেন দেহের সর্বাঙ্গকে ঢেকে রাখে ।

দেহের কোন অঙ্গ বা সৌন্দর্য যেন কোন বেগানা (যার সাথে বিবাহ বৈধ)পুরুষের সামনে না পায় ।

কেননা, (সা:) বলেন: “মেয়ে নুষের সবটাই লজ্জাস্থান (গোপনীয়)।

আর সে যখন বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে পরিশোভিতা করে তোলে ।”

(তিরমিযী, মিশকাতুল মাসাবীহ: ৩১০৯)

সাহাবাদের মহিলাগণ যখন পথে চলতেন, তখন তাঁদের নিম্নাঙ্গের কাপড়ের শেষ প্রান্ত মাটির উপর ছেঁচড়ে যেত ।

নাপাক জায়গাতে চলার েও তাদের কেউই পায়েরপাতা বের করতেন না । (মিশকাতুলমাসাবীহ: ৫০৪)

২- যে লেবাস মহিলারা পরিধান করবে সেটা যেন (বেগানা পুরুষের সামনে) সৌন্দর্যময় ও দৃষ্টি-আকর্ষী না হয় ।

যেহেতু মহান আল্লাহ্ বলেন,”সাধারণতঃ যা প্রকাশ হয়ে থাকে তা ছাড়া তারা যেন তাদের অন্যান্যসৌন্দর্য প্রকাশ না করে ।”           (সূরা আন নূর,আয়াত: ৩১)

৩- লেবাস যেন পাতলা না হয়, যাতে কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া নজরে আসে । নচেৎ ঢাকা থাকলেও খোলার পর্যায়ভুক্ত ।

হাদীস শরীফে ইরশাদ হয়েছে

একদা হাফসা বিনতে আব্দুর রহমান(রা:) পাতলা উড়না পরে আয়িশা (রা:) এর নিকট গেলে তিনি তার উড়নাকে ছিঁড়ে ফেলে দিলেন

এবং তাকে একটি মোটা উড়না পরতে দিলেন। (মিশকাতুল মাসাবীহ: ৪৩৭৫)

৪- পোশাক (লেবাস) যেন এমন আঁট-সাঁট (টাইটফিট) না হয়, যাতে দেহের উঁচু-নিচু ব্যক্ত হয় ।

কারণ এমন ঢাকা ও খোলার পর্যায়ভুক্ত এবং দৃষ্টি-আকর্ষী ।

৫- (নিজ কক্ষের বাহিরে) যেন সুগন্ধি ব্যবহৃত লেবাস না হয় ।

নবী (সা:) বলেন,”সুগন্ধ ছড়ানোর উদ্দেশ্যে কোন মহিলা যদি তা ব্যবহার করে অন্য পুরুষের সামনে যায়, তবে সে ব্যভিচারীনী।”       (তিরমিযী, মিশকাত ১০৬৫)

এমনকি সুগন্ধি ব্যবহার করে মহিলারা েও যেতে পারে না ।

সহীহ ইবনে মাজাহ, সিলসিলাহ সহীহা: ১০৩১)

৬- লেবাস যেন কোন কাফির মহিলার অনুকৃত না হয় ।

কেননা, নবী (সা:) বলেন,”যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন(লেবাসে-পোশাকে, চাল-চলনে অনুকরণ) করবে সে তাদেরই দলভুক্ত ।”

(সুনানে আবু দাউদ,মিশকাতুল মাসাবীহ: ৪৩৪৭)

৭- তা যেন পুরুষের লেবাসের অনুরূপ না হয়। কারণ নবী (সা:) সেই দের অভিশাপ দিয়েছেন,

যারা পুরুষের বেশ ধারণ করে এবং সেই পুরুষদেরকেও অভিশাপ দিয়েছেন, যারা নারীদের বেশ ধারণ করে ।

(আবু দাউদ: ৪০৯৭; ইবনে মাজাহ: ১৯০৪)

লিখেছেনঃ কারীমা খাতুন।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost