Breaking News
Home / ইসলাম ধর্ম / হযরত নূহ (আঃ)এর ঘটনা

হযরত নূহ (আঃ)এর ঘটনা

(মুলিমবিডি২৪ডটকম)

হযরত নূহ আঃ এর ঘটনা

بسم الله الرحمن الرحيم

নূহ আঃ তিনি র রাসূল ছিলেন।তিনি পৃথিবীতে আগমনকারী ।তার নাম ছিল আব্দুল গাফুর।

বর্ণিত আছে তিনি অধিক ক্রন্দন করতেন, ফলে তাকে নূহ বলে ডাকা হয়।নূহ সুরিয়ানী শব্দ যার অর্থ অধিক ক্রন্দনকারী।

তিনি তার সমপ্রদায়কে ৯৫০ (সাড়ে নয়শত)বৎসর দ্বীনের পথে দাওয়াত দেন,তারা কেউ তার ডাকে সাড়া দেয়নি আশিজন ছাড়া।

তার উম্মতরা তার ডাকে সাড়া না দিয়ে উল্টো তার উপর নির্যাতন শুরু করে দেয়।

একদিনের ঘটনা

তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিতে যান একের পর এক দাওয়াত দেন প্রত্যেকেই তাকে হেয় প্রতিপন্ন করতে শুরু করল।

একপর্যায়ে নেতৃত্বাধীন ব্যক্তিরা তার গলা টিপে ফলে তিনি অজ্ঞান হয়ে যান।তবুও বদদোয়া করেননি।

তিনি দাওয়াতের কাজ অব্যাহত ন।যখন আশিজন ব্যতীত আর কেউ ঈমান আনল না।ঈমান আ আশা ও রইল না তখন তিনি বললেন ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

رب اني مغلوب فانتصر

প্রভু হে আমার! আমি পরাজিত আপনি করেন।তখন আল্লাহ তাআলা বলেন

وصنع الفلك باعيننا ووحينا ولا تخطبني في الذين ظلموا الاية

অর্থাৎ আমার নির্দেশনা মোতাবেক জাহাজ তৈরী করো,আর জখলিম দের ব্যপারে আমার কাছে কোন আবদার করো না।

و يصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه الاية

তিনি জাহাজ তৈরি করতে লাগলেন,যখনই তার সম্প্রদায়ের কোন নেতা তার পাশ দিয়ে অতিক্রম করত,

তখনই তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করত।তিনি বলতেন,যদি আমাদের নিয়ে ঠাট্টা করো,আমরাও তোমাদের নিয়ে ঠাট্টা করব,যেরূপ তোমরা করছো।

অতঃপর আল্লাহ তাদেরকে আযাবে গ্রেফতার করেন

ইরশাদ করেছেন

 ففتحنا ابواب السماء بماء منهمر°وفجرنا الأرض عيونا فلتق الماء علي امر قد قدر

অর্থাৎ মুষলধারে বৃষ্টির মাধ্যমে আসমানের দরজ সমূহ খুলে দিলাম,এবং যমিন হতে প্রবাহিত করলাম ঝর্ণা ফলে এক নির্দিষ্ট পরিমাণ পানি দ্বারা ভরপুর হয়ে গেল পৃথিবী।

নূহ আঃ তার জাহাজ ভাসিয়ে চললেন

পর্বতের ন্যায় উচু উচু ঢেউয়ের মধ্য দিয়ে।এমন সময় নুহ আঃ তার পুত্র কেনানকে দেখলেন ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে।

সে ছিল কাফের নবীর পুত্র হওয়ার পরও তার ভাগ্যে ঈমান জুটেনি।

পিতা হিসেবে তিনি তাকে ডাক দিলেন চলে এসো আমাদের জাহাজে। সে উত্তরে বলল

سأوي الي جبل يعصمني من الماء

অর্থাৎ অচিরেই আমি এমন এক পর্বতে আশ্রয় নিব,যে পর্বত আমাকে এ পানি থেকে রক্ষা করবে। নুহ আঃ বললেন। 

لا عاصم اليوم من امر الله الا من الرحم

অর্থাৎ আজকের দিনের আযাব হতে কেউ রক্ষাকারী নেই একমাত্র তিনি যার উপর দয়া করেন সে ব্যতীত।

তৎক্ষণাৎ পিতা পুত্রের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাড়ালো বিশাল এক ঢেউ।ইরশাদ হয়েছে

وحال بينهما الموج فكان من المغرقين

অর্থাৎ তাদের মাঝে প্রতিবন্ধক হল বিশাল এক ঢেউ,ফলে সে ডুবন্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।

দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামীন আসমান যমীনকে নির্দেশ দিয়ে বললেন,

يا ارض ابلعي مائك و يا ساماء اقلعي وغيض الماء و قضي الامر واستوت علي جودي وقيل بعد للقوم الظالمين

অতঃপর নুহ আঃ এ্য জাহাজ জুদি পর্বতে এসে থামে।তার আশিজন সাথী নিয়ে আবারও পৃথিবীতে বসবাস শুরু করেন।

এজন্যই থাকে দিতীয় আদম বলা হয়।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost