Breaking News
Home / জরুরী মাসাইল / তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল নামাজ জামাতের সাথে আদায়ের নিয়ম

তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল নামাজ জামাতের সাথে আদায়ের নিয়ম

(মুসলিমবিডি২৪ডটকম)

তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল নামাজ জামাতের সাথে আদায়ের নিয়ম

بسم الله الرحمن الرحيم

তাহাজ্জুদ ও আউয়াবিন নফল ের অন্তর্ভুক্ত।নিশ্চয়ই ফরজের ঘাটতি পূরণ করে।

তাই নফল সবাইকে পড়তে হবে।আর যদি নফল নামাজটা রমযানে হয়,তাহলে ফরজের সমান সাওয়াব লিখিত হয়।

আর এই নফল নামাজ পরতে হয় একাকী জামাআতের সহিত পরতে হলে তার কিছু নিয়ম রয়েছে।যেগুলো নিম্নলিখিত হয়েছে।

আর নফল নামাজ জামাতে পড়ার হুকুম হল-

যদি মুক্তাদি দু'জন হয়, তাহলে তা জায়েজ আছে। আর যদি তিনজন হয়,

তাহলে এব্যাপারে ইমামদের মধ্যে মতানৈক্য রয়েছে।

অনেকের মতে মুক্তাদি তিনজন হলেই সেই জামাত মাকরুহে তাহরিমি।

তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল নামাজ জামাতের সাথে আদায়ের নিয়ম

কিন্তু মুক্তাদি যদি চারজন বা তারচেয়ে হয়,

তাহলে সর্বসম্মতিক্রমে সেই জামাত মাকরুহে তাহরিমি তথা হারামের কাছাকাছি।

আর বর্তমানে সাধারণত তাহাজ্জুদ ও আউয়াবিনের জামাতে দশ-বিশ বা তারচেয়েও বেশি সংখ্যক মানুষ হয়ে থাকে।

তাই এই জামাত মাকরুহে তাহরিমি।

তাহাজ্জুদ ও আউয়াবিন উত্তম , অনেক সোয়াবের

কিন্তু তা একা পড়াই উত্তম। জামাতে পড়ার ক্ষেত্রে মুক্তাদি চারজন বা তারচেয়ে বেশি হলে, সেটা জায়েজ নেই।

সেই জামাত করা উচিত।

তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল নামাজ জামাতের সাথে আদায়ের নিয়ম

সূত্র: হালাবি কাবির : ১ : ৪৩২; হাশিয়াতুত তাহতাবিআলাদ্দুররিল মুখতার : ১ : ২৪০;

ফাতাওয়া তাতারখানিয়া : ২ : ২৯৩;রদ্দুল মুহতার : ২ : ২৮৮;

ইমদাদুল আহকাম : ২ : ২২৫; ফাতাওয়া কাসিমিয়া : ৮ : ২৩৬

মুসলিমবিডিতে আরো পড়ুন 👇👇👇

তাহাজ্জুদ ও তারাবীহ নামাজের পার্থক্য এবং বিশ রাকাত তারাবীহের দলীল, রাত্রি জাগরণ ও তাহাজ্জুদ নামাজের ফজিলত, তাহাজ্জুদের নামাজ কত রাকাত এবং এর হুকুম কি, আদর্শ পরিবার গঠনে স্বামী ও স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost