Breaking News
Home / কবিতা কানন / কবিতা সমগ্র

কবিতা সমগ্র

()

কবিতা সমগ্র

 

بسم الله الرحمن الرحيم

(১)

আমার সুখের সবুজ পাখি

………………………………..
রে আমার সুখের সবুজ পাখি
ভোর হতে আজ তোমায় কেন
নীড়েতে না দেখি- ঐ

ফাগুন বনের ফুলে ফুলে
খুঁজছি তোমায় ঘুরে

কোথায় গেলি এমন যাওয়া
কোন সে বনের দূরে

এসো ওরে প্রাণের পাখি
আমি ডাকি- ঐ

যতন করে খাচার ধারে
আধার এনে রাখি

আসবে বলে তুমি এথায়
অপেক্ষাতে থাকি

ফাঁকি দিয়ে তুমি এবার
মা আমায় নাকি- ঐ

নীড় ছেড়ে আজ কোন দুঃখে তুই
উদাও হলি হাওয়ায়,

আয় পাখিরে আদর করে
লইবো তরে নাওয়ায়,

কাতর কণ্ঠে বলি তরে

দিস না আমায় ফাকি- ঐ

(২)

প্রেম-পত্র

হাতিম আল-ফেরদৌসী

আমি দেখিনি তোমায়

ও পরাণের পরাণ

নিরবে খুঁজি গো তবু

  বাহিয়া উজান

 

গোলক, দ্যুলোক যত

মহাের প্রান্তর

খুঁজে দেখি শেষে তুমি

আছো এ অন্তর

চর্মের চোখে তোমায়

যদিও না দেখতে পাই

অন্তর নয়নে তবু

ভক্ত চোখে চাই

বিমূর্ত যদিও তুমি

থাকো এ মূর্ত জগতে

মূর্ত কিন্তু আছো হে এ

 প্রাণের পরতে

শয়ানে সজাগে মোর

পালি মনে এ মিনতি

আমাকে পরাও তুমি

  প্রণয় মালতী

ব্যাকুল আমি তুমার

সদা মজিয়া রূপেতে

আর কতদূর ওগো

তোমাকে যে পেতে

আমি যে ভেসেছি ভালো

তনুমন বাহু দিয়া

তুমি কি বাস গো মোরে

  এমন করিয়া

ছাই মাখি মাথাতে হে

কি বলি অলক্ষ্যে মুই!

দরদিয়ারে পিরীতি

শিখালি যে তুই

তুমিই পহেলা মোরে

বে-নযীর

িয়া হে মেহেরবান

  করেছো অধীর

শ্রেষ্ঠ করে সৃষ্টি মাঝে

তুমি যে পাঠালে ভবে

তার পরেও আমায়

ভুলিলে কি কবে ?

ভুলোনিকো ক্ষণিকেও

সে সৃষ্টি লগন হতে

আজো তক বর্ষিতেছো

   দয়া অবিরতে

মাতৃগর্ভে রূহু মোর

করলে রোপণ যখনে

সেই হতে পুষ্ট তারে

করলি কি যতনে

ফেরেশতারা মায়াডুরে

সেবা করে নিলো কত

বইলো কি যে ধারা ওরে

 প্রেম অবিরত

 

তারপর এ যে আমি

কায়া লাভ করি শেষে

মানুষ নামেতে আসি

ভবে পরিশেষে

জগতে এসেই যবে

আছি পড়ে

ভালোবাসা দিলি ঢেলে

মায়ের অন্তরে

অমনি জড়ায়ে মোরে

নিলো কোলে মায়ে

আদরে, সোহাগে কত

লইলো গো সাজায়ে

সেই হতে যে-ই আসে

পাশে মোর, তারি মনে

পিরিতি জাগায়ে দাও

এই মোর সনে

এই একারণ বশে

প্রেম, প্রীতি, ভালোবাসা

জগৎ, জনতা সবে

বিলালো শাবাশা

তুমি মোরে ভালোবাসো

আমিও বাসি গো ভালো

এই প্রেম বিনিময়ে

হৃদে ঢালি আলো

তারপরো দোষী আমি

শাসাই আমি আমারে

নফ্স ও শয়তানী ধোঁকা

ধরেছে যারারে

ভুলে আমি ফিরে চলি

ওই বিপথ প্রান্তরে

প্রেম তখন কেঁদে ওঠে

ধোঁয়াল অন্তরে

যদিও ভুলি গো আমি

তুমি তো ভুলনি মোরে

তাই যে শরমে মরি

প্রকাশি কি করে

অসীম করুণা তব

আমাতে করেছো দান

রীতি ছিলো ঘুরি তুমা

পিছু পেরেশান

দুর্বল, অক্ষম আমি

পাপ জালে ঘেরা পাশ

সময়ে সময়ে মোরে

করেছে বিনাশ

আমি যদি ভুলি ও গো

তুমি না ভুলিও মোরে

বিপথে ফিরিলে, ডেকে

নিয় দয়া করে

আমি যদি ভুলি ও গো

কিছু যাবে না তোমার

তুমি যদি ভুলো মোরে

থাকে কি আমার

দয়া করো দয়াময়

করো প্রেম বরিষণ

অনাদি অসীম তক

হয় যে এমন

প্রেম, প্রীতি, ভালোবাসা

আমরা দুজনার মাঝে

অটুট থাকে যে সদা

যত সব

জীবনে মরণে ও গো

থেকো যে হয়ে আপন

এই আশা রেখে

করি সমাপন।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Powered by

Hosted By ShareWebHost