Breaking News
Home / জীবনী / কবি হাতিম আল-ফেরদৌসীর সংক্ষিপ্ত পরিচিতি

কবি হাতিম আল-ফেরদৌসীর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ডটকম) 

কবি হাতিম আল-ফেরদৌসীর সংক্ষিপ্ত পরিচিতি

بسم الله الرحمن الرحيم

হাতিম আল-ফেরদৌসী

  (Hatim Al-Ferdousy)

1995 সনে মৌলভীবাজার ার কুলাউড়া থানাধীন পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের এক ধার্মিক মুসলিম পরিবারে জন্মেছেন হাতিম আল-ফেরদৌসী।

তিনি 14_15 সনে দাওরায়ে হাদীস ( স্টার) ক্লাস সমাপ্ত করে ইলমে তাফসীরের উপর অধ্যয়ন করেন।

পাশাপাশি জেনারেল লাইনে তিনি ের ঐতিহ্যবাহী ন্যাশনাল ভার্সিটি M. C -তে Philosophy ( দর্শন) নিয়ে অনার্স পড়েন।

তিনি একাধারে , দার্শনিক, গবেষক ও সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ হলেও কাব্য সাধনায় তিনি অগ্রগামী।

তিনি আধ্যাত্মবাদী কবি। উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় ে শরীয়ত শায়খুল মাশায়েখ আল্লামা তৈয়বুররাহমান বড় ভুঁইয়া (রহ.)-র পক্ষ থে

দশই নভেম্বর 2018 ইংরেজি মোতাবেক ১লা উল আওয়াল 1440 হিজরী রোজ শনিবার 6 ঘটিকার সময়

সিলেটের সুপ্রসিদ্ধ জামেয়া মাদানিয়া কাজির বাজারের খানকায়ে তৈয়্যিবীয়াতে ভর্তি মুসল্লিদের সামনে আধ্যাত্মিকতার ইজাযত লাভ করেন।

তাই তাঁর কবিতা ও লেখালেখিতে পাওয়া যায় আধ্যাত্মিকতার ঝলক।

কবি হাতিম আল-ফেরদৌসীর কবিতা আবৃত্তি শুনতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল

https://www.youtube.com/channel/UCocSpOf_nj57ERq1QorZA6A

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

রাসুল(সা.)-এর ঘোড়া ঘোড়াসমূ ঘোড়াসমূহের নাম

রাসুল (সা.)-এর ঘোড়াসমূহের নাম

(মুসলিম বিডি ২৪.কম)  بسم الله الرحمن الرحيم রাসুল (সা.)-এর নিকট বেশ কয়েকটি ঘোড়া ছিলো। এগুলোর …

Powered by

Hosted By ShareWebHost