Breaking News
Home / জরুরী মাসাইল / দারুল উলুম দেওবন্দের ফতোয়া মুতাবেক জানাযার পর মৃত ব্যক্তির মুখ দেখার হুকুম

দারুল উলুম দেওবন্দের ফতোয়া মুতাবেক জানাযার পর মৃত ব্যক্তির মুখ দেখার হুকুম

()

জানাযার পর মৃত ব্যক্তির মুখ দেখার হুকুম

بسم الله الرحمن الرحيم

প্রশ্ন: জানাজার পর ব্যক্তির চেহারা দেখার হুকুম কী?

 

উত্তর: শরিয়তের নির্দেশনা হলো, অনতিবিলম্বে মৃতের -দাফন-জানাজার বন্দোব্ত করা।

বিশেষ ভাবে  কারণ ব্যতীত বিলম্ব করা বিধি সম্মত নয়।

কাফন-দাফনে বিলম্ব না হওয়ার শর্তে জানাজার পূর্বে মৃতের চেহারা দেখা জায়েজ বটে;

তবে জানাজার পর মৃতের চেহারা না দেখাই বরং উত্তম।

অনেক সময় জানাজার পর মৃতের চেহারায় পরিবর্তনও চলে আসে।

এতে এক মুসলমানের দোষ প্রকাশিত হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

 

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

 

 

أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُوْنَهَا إِلَيْهِ، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُوْنَهُ عَنْ رِقَابِكُمْ

 

অর্থ: তোমরা দ্রুত জানাজার নামাজ পড়ে লাশ দাফন কর।

কেননা যদি মৃত ব্যক্তি পুণ্যবান হয়, তবে তোমরা ‘ভাল'-কে দ্রুত কবরে সমর্পণ কর।

আর যদি অন্যরূপ হয়, তাহ'লে ‘মন্দ'-কে দ্রুত তোমাদের কাঁধ থেকে নামিয়ে দাও। (বুখারি ১৩১৫) (আবু দা ১/১৫৮)

 

وقال في الہندیة: ویبادر إلی تجہیزہ ولا یوٴخر

 

অর্থ: জানাজায় বিলম্ব নয়; দ্রুত করা বিধেয়। (ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১৫৭)

 

سألتُ یوسف بن محمد عمن یرفع الستر عن وجہ المیت لیراہ، قال: لا بأس بہ

 

ইউসুফ বিন রাহ. কে মৃতের চোহারা দেখার ব্যাপারে জিগ্যেস করা হলে তিনি বলেন,

মৃতের চেহারা দেখাতে কোন অসুবিধা নেই। (ফাতওয়ায়ে তাতারখানিয়া,৩/৭৮)

 

واللہ تعالیٰ اعلم

 

সূত্র: দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ, ভারত।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost