Breaking News
Home / মাতা/পিতা / পিতা-মাতার হক ১৪টি

পিতা-মাতার হক ১৪টি

(বিডি২৪ডটকম)জ

পিতা-মাতার হক ১৪টি

 

সন্তানের উপর যেমন র হক রয়েছে,ঠিক সন্তানের উপর ও পিতা-মাতার হক রয়েছে।

আল্লাহ তা'য়ালা বলেন

و قضي ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلا هما فلا تقل لهما اف و لا تنهر هما و قل لهما  قولا كريما

আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন  পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দেন।এবং পিতা-মাতার সামনে “উফ্” শব্দ উল্লেখ করা থেকে বিরত থাকতে বলেছেন।

রাসুল সাঃ বলেছেন  الجنة تحت اقدام الامهات অন্য এক বর্ণনায় রাসুল সাঃ কে পিতা-মাতার হক্ব সম্পর্কে এক জিজ্ঞাসা করলে

তিনি তিনবার বললেন মায়ের হক্ব আদায় করতে,পরে বললেন পিতার হক্ব আদায় করতে। এক সাহাবী রাঃ এর কবরে আযাব হচ্ছিল,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোজ নিয়ে দেখলেন,তার মা তার উপর অসন্তুষ্ট, পরে রাসুল সাঃ তাকে ক্ষমা করতে বললেন।

তাই পিতা-মাতার প্রতি অসদাচরণ ও তাদের হক পরিপূর্ণ আদায় না করলে ক্ষতির সম্মুখীন হতে হবে।

আর এরকম হক চৌদ্দটি বর্ণনা করেছেন।

হক্ব সমূহ

জীবিত অবস্থায় ৭টি

  1. পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
  2. মণে প্রানে তাদের
  3. সর্বদা তাদের মেনে চলা।
  4. তাদের খেদমত করা।
  5. তাদের প্রয়োজন পূরন করা।
  6. তাদের সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা।
  7. িত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা।

র পর ৭টি

  1. তাদের মাগফিরাতের জন্য দোয়া করা।
  2. সাওয়াব রেছানি বা ইসালে সাওয়াব করা।
  3. তাদের সঙ্গি-সাথি,আত্মীয়-স্বজনদেরকে
  4. সঙ্গি-সাথিদের কে সাহায্য করা।
  5. ঋন পরিশোধ করা ও আমানত আদায় করা।
  6. শরিয়ত সম্মত অসিয়ত পুরা করা।
  7. সাধ্যমত কবর জিয়ারত করা।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের তাওফীক দান করুন।

উপদেশঃ

তোমার জীবন অধঃপতন হওয়ার প্রধান হতে পারে পিতা-মাতার অসন্তুষ্টি।

জীবীতবস্থায় তাদের হক্ব আদায় করতে না পারলেও মৃত্যুর পর তা আদায় করা সম্ভব।

তাই আসুন আমরা কাল বিলম্ব না করে পিতা-মাতার যথাযথ অধিকার আদায় করি। আমীন!

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

পিতার খেদমত করার আশ্চর্য পরিনাম

পিতার খেদমত করার আশ্চর্য পরিনাম

(মুসলিমবিডি২৪ডটকম) পিতার খেদমত করার আশ্চর্য পরিনাম হযরত তাউস রহঃ বলেন, একটি লোকের চারটি পুত্র ছিল। …

Powered by

Hosted By ShareWebHost