Breaking News
Home / তাওহীদ / চার কালিমা ও তার ফজিলত

চার কালিমা ও তার ফজিলত

(মুসলিমবিডি ২৪ডটকম)

চার কালিমা ও তার ফজিলত

কালিহ তায়্যিবাহঃ এই কালিমাহ  ইসলামের মৌলিক কাঠামো।কোন বিী এই কালিমার মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত হতে হয়।

তার সমূহঃ ইহা যদি কোন শত বছর কুফুরীতে মত্ত ব্যক্তি পাঠ করে তবুও তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।

এই কালিমা এক পাল্লায় তার বিপরীতে অন্য পাল্লায় আসমান ন রেখে দিলে ও তার পাল্লা ভারী হয়ে যাবে।(সহীহ হাদীস)

কালেমা হলঃ ِلَا الـَه الَّا اللَّه مُحَمَّدُ الرَّسُوْلُ اللَّه    অর্থঃ আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই। মুহাম্মদ সাঃ আল্লাহর রাসূল।

কালিমাহ শাহাদাতঃ 

اشهد ان لا اله الا الله وحده لا شريك له  و اشهد ان محمدا عبده ورسوله

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নাই,তিনি এক তার কোন শরীক নাই।

আমি আরও সাক্ষি দিচ্ছি যে,হযরত মুহাম্মদ সাঃ আল্লাহ তাআলার বান্দা ও রাসুল।

কালিমাহ তাওহীদঃ  ইহা এমন এক কালিমা যার মধ্যে একত্ববাদ বা তাওহীদ আলোচনা বিদ্যমান।

لا اله الا انت واحدا لا ثاني لك محمد الرسول الله امام امتقين رسول رب العلمين                      অর্থঃ আপনি ছাড়া কোন মা'বুদ নাই আপনি একক,আপনার কোন দ্বিতীয় নাই।

হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর রাসূল।মুত্তকিনদের ইমাম, জগতের প্রভুর দূত।

কালিমা তামজীদ 

এটিতে ও তাওহীদ সম্পর্কে আলোচনা বিদ্যমান।  لا اله الا انت نورا يهدي الله لنوره من يشاء  محمد الرسول لله امام مرسلين خاتم النبيين.

অর্থঃ আপনি ছাড়া আর কোন মা'বুদ নাই।আল্লাহর হেদায়েতের নুর তিনি যাকে ইচ্ছা তাকে দেন।

হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর রাসূল,সকল প্রেরিত নবী-রাসুলগনের ইমাম।সর্বশেষ নাবী।

ে মুজমাল

امنت با لله كما هوا بأسمأئه و صفاته و قبلت جميعا احكامه و اركانه.

অর্থঃ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি,যেমনভাবে তিনি রয়েছেন।এবং তার সমস্ত গুণবাচক নাম ও গুনাবলীর উপর।

(আরও ঈমান আনলাম)  তার সমস্ত বিধি-বিধান ও -আহকামের (প্রতি)। সবগুলো আমি গ্রহণ করিলাম।

ঈমানে মুফাসসাল

امنت بالله و ملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعلي والبعث بعد الموت

অর্থঃ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি,তার ফেরেশতাদের প্রতি,তার কিতাব সমূহের প্রতি,তার রাসুলগনের  প্রতি,শেষ দিবসের (বিচার দিনের) প্রতি।

তাকদীরের ভাল মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হওয়ার প্রতি,এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি।

(সূত্র: তালিমুস )

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

ঈমানের পরিচয় ও তাঁর প্রকার

ঈমানের পরিচয়

ঈমানের পরিচয় ও তাঁর প্রকার  ১ম পর্ব ১ .ঈমানের আভিধানিক অর্থ বিশ্বাস ও সত্যায়ন করা,যেমন …

Powered by

Hosted By ShareWebHost