Home / সীরাতুন্নবী (সাঃ) / হযরত হুবাইব রাঃ যেভাবে শহীদ হন

হযরত হুবাইব রাঃ যেভাবে শহীদ হন

(২৪ডটকম)

হযরত হুবাইব রাঃ যেভাবে শহীদ হন

হযরত উম্মে আম্রা (রাঃ)এর পুত্র হযরত হুবাইব রাঃ কে মিথ্যা নবুওয়াতের দাবিদার, মুসায়লামাতুল কাযযাব বন্দী করে, শহীদ করে দেয়।

তারপরও হযরত হুবাইব রাঃ এর মুখ থেকে বিরোধী কোন কথা বের করতে পারে নি।

এ অত্যাচারী নরাধম তাকে বলত “তুমি কি এ সাক্ষ দাও যে, সাঃ আল্লাহর রাসূল?”তিনি বলতেন “অবশ্যই” অবশ্যই”।

এরপর মুসায়লিমা তাকে বলত,”তুমি কি একথার ও সাক্ষ দাও যে,আমিও আল্লাহর রাসূল?” তখন তিনি বলতেন “কখনই না”

এ উত্তর  শো পর অভিশপ্ত তার শরীর থেকে একটি অঙ্গ কেটে ফেলতো। তাকে এ দুটি পশ্ন বারংবার করত।

যখনই তিনি তার নবুওয়াতের কথা অস্বীকার করতেন তখনই সে পাপিষ্ঠ তার আরেকটি অঙ্গ কেটে ফেলতো।

এভাবে সে একটি একটি করে পুরো শরীর কে টুকরো টুকরো করে  ফেলল।   (সীরাতে হালাবিয়্যাহ-পৃষ্ঠা ৪০৯)

এভাবেই তিনি শহীদ হয়ে গেলেন কিন্তু শরীয়তের অনুমতি থাকা সত্ত্বেও তিনি ইসলামের অঙ্গীকার বিরোধী কোন কথা বলতে রাজী হলেন না।

কবি বলেনঃ

اگر چہ خرمن عمرم غم توادد* بخاک پاۓ عزیزت کہ عہد نشکستم

অর্থঃ আমার এ শেষ হলো,তোমারই চিন্তা করে • তোমার র কসম,তবু ওয়াদা রইবে জীবন ভরে।

আকাবায়ে সানীয়ার বায়আত গ্রহণকারীর সংখ্যা

আকাবায়ে সানীয়াতে সকলেই করীম সঃ এর নিকট বায়আত গ্রহণ করেন।এসময় তাদের সংখ্যা ছিল পুরুষঃ৭৩জন এবং মহিলাঃ ২জন।

এ বায়আতকে عقبة الثانية বলে। এরপর সাঃ তাদের মধ্য হতে বারজনকে সম্পূর্ণ কাফেলার দায়িত্ব প্রধান করেন।

(সীরাতে হালাবিয়্যাহ-পৃষ্ঠা ৪১১)

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost