Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / হযরত আব্বাস রাঃ এর প্রস্তাব এবং আসওয়াদ বিন যুররাহ এর বক্তব্য

হযরত আব্বাস রাঃ এর প্রস্তাব এবং আসওয়াদ বিন যুররাহ এর বক্তব্য

(বিডি২৪ ডটকম)

হযরত আব্বাস রাঃ এর প্রস্তাব এবং আসওয়াদ বিন যুররাহ এর বক্তব্য

সকল কে লক্ষ করে বললেন,”এ আমার ভাতিজা সব,সময় নিজ গোত্রে সম্মান ও নিরাপত্তার সাথে বাস করে আসছে।

আপনারা যারা তাকে মদিনায় নিয়ে যেতে চাচ্ছেন, তারা ভালভাবে বুঝে  নিন,যদি আপনারা তার সাথে সম্পাদিত চুক্তি পূরন করতে পারেন

তাহলে তার দায়িত্ব গ্রহন করুন। আর তা না হলে তাকে নিজ গোত্রে থাকতে দিন”।

আসওয়াদ বিন যুররাহ এর বক্তব্য

এ প্রস্তাব শুনে মদিনার কাফেলা প্রধান আসওয়াদ বিন যুররাহ রাঃ বললেন অবশ্যই আমরা তার দায়িত্ব নিচ্ছি।

এবং আমাদের ও এই যে,আমরা এর হাতে হাত রেখে যে অঙ্গীকার করব তা করতে সর্বদা সচেষ্ট থাকবো।

একথা শুনার পর ওয়াদা ও অঙ্গীকারকে আরো মজবুত করার ইচ্ছায় আসওয়াদ ইবনে যুররাহ বলে উঠলেনঃ

“হে মদীনাবাসী! একটু অপেক্ষা করো ।আজ তোমরা কোন কথার অঙ্গীকার করতে চাচ্ছ,তাকে বুঝে দেখছো?

ভালোভাবে বুঝে নাও,এটা হচ্ছে সমস্ত আরব ও আজমের  বিরোধিতা ও মোকাবিলার শপথ।

যদি তোমরা অঙ্গীকার পূরন করতে সক্ষম হও,বায়াত কর,নতুবা নিজেদের অক্ষমতা প্রকাশ করো।

একথা শুনে উপস্থিত সকালে  একবাক্যে বলে উঠলো “যে কোনো অবস্থায় ই হোক না কেন আমরা এ দাবি থেকে পিছু হটব  না।

এরপর মদিনার লোকেরা রাসুল সাঃ কে জিজ্ঞাসা করলেন”হে আল্লাহর রাসূল!আমারা যদি এ অঙ্গীকার পূরণ করি,তাহলে আমাদের কি প্রতি মিলবে?

রাসুল সাঃ বললেন,আল্লাহ তাআলার সন্তুষ্টি ও জান্নাত।একথা শুাত্র তার বলে উঠলেন,” আমারা এ প্রতিদানে সন্তুষ্ট।

আপনি আপনার পবিত্র হাত বাড়িয়ে দিন।আমরা আপনার হাতে হাত রেখে বায়আত নেই।

রাসুল সাঃ তার হাত সামনে প্রসারিত করে দিলেন,এবং সবাই তার হাতে হাত রেখে শপথ নিলেন।

রাসুল সাঃ এর সুনজরে মদিনাবাসীদের উপর প্রভাব বিস্তার

আল্লাহ তাআলা ভালো জানেন,রাসুল সাঃ এর প্রভাব বিস্তারকারী দৃষ্টি ও কয়েকটি মাত্র কথা সে সব লোকদের মধ্যে কি প্রভাব বিস্তার করেছিল।

মাত্র একবার সাহচর্য লাভের ে সকল প্রার্থীব পঙ্কিলতা,সম্মান,ও ধন দৌলতের মোহ তাদের অন্তরগুলু,

এট আল্লাহর ভালবাসা বিনিময়ে তারা জান মাল সম্মান বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেল।

তাদের অন্তরের এ অবস্থা পরবর্তী বংশধারার মধ্যে ও অব্যাহত ছিল।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost