Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / রাসুল সাঃ এর প্রতি কোরাইশদের প্রলোভন

রাসুল সাঃ এর প্রতি কোরাইশদের প্রলোভন

(মুসলিমবিডি২৪ডটকম)

রাসুল সাঃ এর প্রতি কোরাইশদের প্রলোভন

কোরাইশরা যখন দেখল যে,তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল।তখন তারা সকলেই পরামর্শ করে এ সিদ্ধান্তে উপনীত হল যে,

তারা নিজেদের মধ্যে সবচেয়ে চালাক ব্যক্তি উতবা ইবনে রাবিআহ কে রাসুল সাঃ এর নিকট প্রেরণ করবে।

সে গিয়ে তাকে সবধরনের প্রলোভন দিবে।হতে পারে এতে তিনি স্বীয় দাবি পরিত্যাগ করবেন।

উতবা ইবনে রাবিআহ তাঁর নিকট হাজির হলো।রাসুল সাঃ তখন মসজিদে নামাজে ছিলেন।

উতবা নিকটে গিয়ে বলল,হে ভাতিজা!বংশ মর্যাদায় আমাদের সকলের শীর্ষে।এতদসত্ত্বেও তুমি নিজ লোকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছ।

তাদেরকে এবং তাদের উপাস্যকে গাল মন্দ করছ।আসলে তোমার মনের বাসনা কি বলতো?

এসব দ্বারা যদি তোমার মনের বাসনা এই হয়ে থাকে যে,তুমি অনেক ধন-সম্পদের মালিক ;

তাহলে আমরা তোমাকে এত সব সম্পদের মালিক বানিয়ে দিতে প্রস্তুত আছি যে,তুমি মক্কার সকলের চেয়ে অধিক সম্পদের মালিক হয়ে যাবে।

আর যদি তুমি চাও যে,তুমি নেতা হয়ে যাবে;তাহলে তোমাকে দের সর্বসম্মতিক্রমে নেতা বানাতে প্রস্তুত আছি।

অথবা তুমি যদি চাও বাদশাহী;তাহলে আমরা তোমাকে বাদশাহ বানাতেও প্রস্তুত।আর (মাআযাল্লাহ)তোমার উপর যদি কোন জিনের আছর হয়ে থাকে,

যার এই (কোরআন)তুমি লোকদের পড়ে শোনাও;অথচ সেই জিন বিতাড়নে তু মি অপারগ,

তাহলে আমরা কবিরাজ তা করে তোমার চিকিৎসা করাতেও প্রস্তুত আছি।

(সিরাতে মুগলতাই-২০)

কুরাইশদের প্রলোভনে রাসুল সাঃ এর জবাব

উতবা স্বীয় বক্তব্য শেষ করলে,রাসুল সাঃ তার সকল কথার উত্তরে কোরআন শরীফের একটি মাত্র সুরা শুনিয়ে দিলেন।উতবা সেই সূরা শুনে অভিভূত হয়ে গেল।

রাসুল সাঃ এর জবাব শুনে উতবা স্বীয় গোত্রে এসে কি বলল

সে নিজ গোত্রে এসে বলতে লাগল,”আল্লাহর কসম!আজ আমি এমন কিছু কথা শুনেছি,যা আমি এর পূর্বে ে কখনো শুনিনি।

আল্লাহর কসম!এগুলো কোন কবিতা নয়,কোন গনকের মন্ত্র ও নয়,কোন জাদু ও নয়।

আমার মত হচ্ছে,তোমরা সবাই এই লোকটি (রাসুল সাঃ)কে কষ্ট দেওয়া থেকে বিরত থাক।

কেননা তার যে বাণী আমি শুনেছি,আল্লাহর কসম!তার সুমহান মর্যাদা অচিরেই প্রকাশ পাবে।আমি তোমাদের মঙ্গল কামনা করি।

তোমরা আমার কথা শুনো,মানো এবং আর বেশি দিন নয় অল্প কিছু দিনই অপেক্ষা কর।যদি আরবের লোকেরা বিজয়ী হতে পারে,

তাহলে তো বিনা পরিশ্রমে এ কষ্ট থেকে রেহাই পেল।অন্যদিকে যদি সে আরববাসীদের উপর বিজয়ী হয়,তাহলে তো তার সম্মানে আমাদেরই সম্মান মিলবে।

কুরাইশরা তাদের সবচেয়ে চতুর সরদারের এ বক্তব্যে আশ্চর্য হয়ে গেল এবং এই বলে নিজেদের জান বাচাল যে, সাঃ তাকে জাদু করে ফেলেছে। (দুরূসুস সিরাত-১৪)

কুরাইশরা রাসুল সাঃ কে বিভিন্ন প্রলোভন দিয়েও যখন কাজ হলো না তখন তারা কি উপায় বের করল

যখন কুরাইশদের কোন কৌশল কাজে আসল না,তখন তারা রাসুল সাঃ ওতার সাহাবী রা:তার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের উপর শুরু করল।

হযরত বিলাল রা:সহ আরো অনেককে ভীষন কষ্ট দেওয়া হল।হযরত আম্মার ইবনে ইয়াসির রা:এর মাতাকে শুধু একটিমাত্র কথার ে নির্মমভাবে শহীদ করা হল।

এটাই প্রথম শহীদ হওয়ার ,যা ের ইতিহাসে সংঘটিত হলো

(সীরাতে মুগলতাই-২)

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost