Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / মানুষের মাঝে ঘৃণা ছড়ানো ও তার উল্টোফল

মানুষের মাঝে ঘৃণা ছড়ানো ও তার উল্টোফল

(মুসলিমবিডি২৪ডটকম)

মানুষের মাঝে ঘৃণা ছড়ানো ও তার উল্টোফল

যখন কুরাইশ ের লোরা দেখতে পেল যে,বনু হাশিম ও বুনু আব্দুল মুত্তালিব গোত্র দু'টি এর সাথে রয়েছে।

আবার এদিকে হজ্বের মৌসুম ও নিকটে চলে এসেছে,এ মৌসুমে সাঃ দীন প্রচারে নিশ্চয়ই খুব জোর চেষ্টা চালাবেন।

আর নবীজী সাঃ এর সত্য ভাষণে যে চৌম্বক আকর্ষণ রয়েছে,সে বিষয়ে ও সকলেরই জানা।

তাই তাদের মনে খুবই আশঙ্কা দেখা দিল যে,এবার হয়তো রাসুল সাঃ এর ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

েই তারা সবাই এ্রিত হয়ে পরামর্শে ে এ সিদ্ধান্তে উপনীত হল যে,মক্কার সবকটি রাস্তায় নিজেদের লোক বসিয়ে রাখা হবে।

তাহলে বহির্বিশ্ব হতে যে সমস্ত লোক আসবে তাদেরকে দূরে থাকতেই একথা বলে দেওয়া হবে যে,এখানে এক যাদুকর রয়েছে।

সে তার কথা দ্বারা পিতা-পুত্রে,স্বামী-স্ত্রীতে,এবং সকল আত্মীয় স্বজনের মধ্যে বিরোধ ও বিচ্ছেদ সৃষ্টি করে।তাই তোমরা কেউ তার নিকট যেওনা।কিন্তু

چراغے راکہ ایزدبر فروزد* کسے کش تف زندر یشش سوزد

র আদেশে যে বাতিটা জ্বলেছে *  যে জন তারে নেভাতে চায় (তার) দাড়িই শুধু পুড়েছে।

আল্লাহর মহি! তাদে এ কর্মপন্থা  নবী করীম সাঃ এর দাওয়াত ও তাবলীগেরই কাজ করে দিল।

তারা যদি এরকম না করত,তাহলে অনেকে হয়তো রাসুল সাঃ সম্পর্কে কোন কথাই শুনত না,কিন্তু তাদের এ প্রচেষ্টা সবাইকে মহানবী সাঃ এর প্রতি আকৃষ্ট করে তুলল।

কুরাইশদের অত্যাচার নির্যাতন এবং রাসুল সাঃ এর দৃঢ়তা

কুরাইশরা যখন ইসলাম প্রচারের কাজে বাধা দিয়ে ব্যর্থ হল এবং দেখতে পেল যে,রাসুল সাঃ এর দাওয়াত ক্রমশ ব্যপক থেকে ব্যাপকতর হচ্ছে,

এবং লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে,তখন তারা সব ধরনের নির্যাতন শুরু করল।

মক্কার কিছু ভবঘুরেদেরকে একত্রিত করে তাদেরকে এ বিষয়ে উদ্বুদ্ধ করল যে,তারা নবীজীর সাঃ এর মজলিসে উপস্থিত হয়ে,

হাসি-ঠাট্টা করবে এবং যেকোনো ভাবে তাকে কষ্ট দিতে চেষ্টা করবে।

(সীরাতে খাতামুল আম্বিয়া)

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost