Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / রাসুল সাঃ কে আল-আমীন স্বীকৃতি দান

রাসুল সাঃ কে আল-আমীন স্বীকৃতি দান

(মুসলিমবিডি২৪ডটকম)

রাসুল সাঃ কে আল-আমীন স্বীকৃতি দান

রাসুল সাঃ এর বয়স যখন পয়ত্রিশ বছর,তখন কা'বা ঘর পুনর্নির্ণ করা হয়।

বায়তুল্লাহ নির্মাণকাজে অংশ নেওয়া সকলেই সৌভাগ্য মনে করেন।এবং কুরাইশ বংশের সকল গোত্র এব্যাপারে খেয়েছিল যে,

তারা থেকে বেশি এতে অংশ নিবে।সুতরাং একাজ সকল গোত্রের মধ্যে বন্টন করে দেওয়া হল,যাতে কোন দন্দ না লাগে।

এ বন্টন অনুযায়ী কা'বা ঘরের নির্মাণকাজ হজরে আসওয়াদ পৌঁছে গেল।এবার মতবেদ দেখা দিল

কে হজরে আসওয়াদ উঠিয়ে আপন স্থানে নিয়ে রাখবে?প্রত্যেক গোত্র এবং প্রত্যেক ব্যক্তি এ সৌভাগ্য অর্জনের প্রত্যাশি ছিল।এমনকি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল।

হজরে আসওয়াদকে নিয়ে সৃষ্ট মতভেদের নিরসন

যখন যুদ্ধের পরিস্থিতি তুমুল আকার ধারণ করল,তখন গোত্রের কিছু বিচক্ষণ ব্যক্তি পরামর্শের মাধ্যমে তা দূর করার ইচ্ছা করেন।

এবং এ ্দেশ্যে তারা মসজিদে এ্রিত হলেন।পরামর্শে এ সিদ্ধান্ত হল,আগামীকাল ভোরে যে এ দরজা দিয়ে প্রবেশ করবে সে সিদ্ধান্ত দেবে।

তার সিদ্ধান্তকে সকলেই গায়েবী সিদ্ধান্ত বলে মেনে নিবে।

কা'বা ঘরের দরজা দিয়ে সর্বপ্রথম কে প্রবেশ করেন এবং তিনি কি সিদ্ধান্ত দিলেন??

আল্লাহ তাআলার কি অপার মহিমা সর্বপ্রথম রাসুল সাঃ ই এ দরজা দিয়ে প্রবেশ করলেন।তাকে দেখে সকলেই সমস্বরে বলে উঠলো ইনিই “আল-আমীন”।

আমরা সবাই তার বিচার মানতে রাজি।রাসুল সাঃ তাশরীফ আনলেন এবং এমন বিজ্ঞজনোচিত ফয়সালা করলেন যে,

সকলেই তাতে একমত হয়ে গেল।রাসুল সাঃ একটি চাদর বিছিয়ে স্বহস্তে হজরে আসওয়াদকে রেখে দিলেন।

এবং বললেন প্রত্যেক গোত্রের নির্বাচিত ব্যক্তিবর্গ চাদরের এক একটি কোনা ধরুক।অতএব এমনটি করা হলো।

অতঃপর নির্দিষ্ট স্থানে পৌছে গেলে রাসুল সাঃ স্বহস্তে উঠিয়ে সেখানে স্থাপন করেন।ইবনে হিশাম এ া বর্ননা করার পর বলেন

নবুয়ত প্রাপ্তির পূর্বে সকল কোরাইশ ঐক্যবদ্ধ ভাবে রাসুল সাঃ কে আল-আমীন বলতেন।

(সীরাতে ইবনে হিশাম ১মখন্ড:১০৫)

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost