Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / হযরত খাদিজা রাঃ ব্যতীত রাসুল সাঃ এর কতজন বিবি ছিলেন এবং তাদের মধ্যে কতজনকুমারী ছিলেন

হযরত খাদিজা রাঃ ব্যতীত রাসুল সাঃ এর কতজন বিবি ছিলেন এবং তাদের মধ্যে কতজনকুমারী ছিলেন

(মুসলিমবিডি২৪ডটকম)

হযরত খাদিজা রাঃ ব্যতীত রাসুল সাঃ এর কতজন বিবি ছিলেন এবং তাদের মধ্যে কতজনকুমারী ছিলেন

হযরত খাদিজা রাঃ এর ইন্তেকালের পর রাসুল সাঃ এর বয়স যখন পঞ্চাশ বছর অতিক্রম করে গিয়েছিল,

তখন তিনি পর্যায়ক্রমে আরো দশজন রমনী করেন।হযরত আয়শা রা:ব্যতীত তারা সকলেই বিধবা।তাদের কারও সন্তান ছিল।

রাসুল সাঃ এর বিবাহ প্রবৃত্তির তাড়নায় ছিল না তার প্রমাণ

এসব অবস্থার প্রতি লক্ষ্য করে আমি মনে করি না যে,কোন সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি রাসুল সাঃ এর বহু বিবাহ কে

কোন রকম প্রবৃত্তি চরিতার্থের পরিনাম বলতে পারে।টেরা চোখ ওয়ালা কএউ যদি নবুওয়ত সূর্যের জ্যোতি ও মাহাত্মকে দেখতে নাও পায়

এবং জীর চরিত্র,আমল,তাকওয়া,তাহারাত, অনুশীলন,সাধনা ও জীবনের খুটিনাটি যাবতীয় বিষয় দেখে নাদেখার ভান করে।

তবুও বহু বিবাহের ঘটনাবলীই তাকে এা বলতে বাধ্য করে যে,রাসুল সাঃ এর বহু বিবাহ কোন জৈবিক চাহিদার উপর ভিত্তি করে হয়নি

অন্যথায় গোটা যৌবন একজন বিগত যৌবনা র সঙ্গে অতিবাহিত করে পঞ্চাশের পরবর্তী বয়সকে

একাজের জন্য মনোনীত করা কোন সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি স্বীকার করতে পারে না।

               বিশেষতঃ

আরবের কাফির এবং নেতৃবর্গ যে কোন মূহুর্তে নবীজী কে তার পছন্দ মতো নারী উৎসর্গ করতে প্রস্তুত ছিল।

সীরাত ও ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থসমূহ এর  সাক্ষ্য বহন করে।তাছাড়া মুসলমানদের সংখ্যাও তখন লাখের কাছাকাছি পৌছে গিয়েছিল।

যে কোন মুসলিম নারী নবীজীর সাথে বিবাহ ে আবদ্ধ হওয়াকে উভয় জাহানের সাফল্য বলে মনে করতো।

এতদসত্ত্বেও পঞ্চাশ বছর বয়স পর্যন্ত খাদিজা রাঃ কে জীবন কাটালেন কেন?তার পরে যাদের কে বিবাহ করেন,

একজন ছাড়া সকলেই ছিলেন বিধবা,এমনকি কারো সন্তানও ছিল।এ বয়স পর্যন্ত কোন কুমারী মেয়েকে বিবাহ করলেন না।

তদুপরি তা না হলে ইসলামের এমন বহু বিধান যা নারীদের মাধ্যমেই উম্মতের কাছে পৌছার ছিল,তা অজ্ঞাত থেকে যেত।

মোটকথা নবী করীম সা:এর বহু বিবাহকে জৈবিক লালসা নির্ভর আখ্যা দেওয়া যারপরনাই নির্লজ্জতা ও সত্যের অপলাপ মাত্র।

অন্যায় প্রিতি যদি বিবেক বুদ্ধিকে অন্ধ করে না রাখে,তাহলে কোন কট্টর কাফের ও এধরনের কথা মুখ দিয়ে বের করতে পারে না।

রাসুল সাঃ কতজন স্ত্রী রেখে বিদায় নেন

রাসুল সাঃ এর  কালে নয়জন স্ত্রী জীবীত ছিলেন।তাদের মধ্যে সর্ব হযরত যয়নব বিনতে জাহশ রাঃ ও সর্বশেষ হযরত উম্মে সালামা রাঃ ইন্তেকাল করেন।  (সিরাতে খাতামুল আম্বিয়া)

আরো পড়ুন 👇👇

রাসুল সাঃ এর চাচা ও ফুফুগন
হযরত খাদিজা রাঃ ব্যতীত রাসুল সাঃ এর কতজন বিবি ছিলেন এবং তাদের মধ্যে কতজনকুমারী ছিলেন
রাসুল সাঃ এর চারের অধিক বিবাহের তাৎপর্য
রাসুল সাঃ এর অন্যান্য বিবিগণ
হযরত খাদিজা রাঃ এর সাথে রাসুল সাঃ এর শুভ বিবাহ

হযরত আয়েশা রাঃ এর সাথে রাসুল সাঃ এর বিবাহ

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost