Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / রাসুল সাঃ এর চারের অধিক বিবাহের তাৎপর্য

রাসুল সাঃ এর চারের অধিক বিবাহের তাৎপর্য

(মুলিমবিডি২৪ডটকম)

রাসুল সাঃ এর চারের অধিক বিবাহের তাৎপর্য

রাসুল সাঃ এর আযওয়াজে মুতাহহারাত ও এ সাধারণ আইন অনুযায়ী চারজনের অধিক না থাকা উচিত ছিল।

কিন্তু সাথে সাথে এবিষয়টি ও প্রণিধানযোগ্য যে,উম্হাতুল মুমিনীন অন্য সকল মত নন।

এ সম্পর্কে স্বয়ং কোরআন শরীফে ঘোষণা হচ্ছে      ينساء النبي لستن كأحد من  النساء

অর্থাৎ হে নবীর পত্নীগন তোমরা অন্য মহিলার মত নও।তারা হলেন উম্মতের সকলের মাতা।

তাই নবী করীম সা:এর ইন্তেকালের পর তারা আর কোনো পুরুষের বিবাহাধীনে আসতে পারে না।

তখন যদি সাধারণ বিধান অনুসারে আযওয়াজে মুতাহহারাত মধ্য হতে চারজনকে রেখে অন্যদের তালাক দিয়ে দেওয়া হতো,

তাহলে তাদের উপর কতইনা করা হতো।তাদের অবশিষ্টঅবশিষ্ট জীবন নি:সঙ্গভাবে কাটাতে হতো।

রাহমাতুল্লিল আলামীনের সামান্য কিছু দিনের সাহচার্য,তাদের জন্য এক মহাশাস্তি হয়ে যেতো।

একদিকে জগতের গৌরব ে আকরাম এর সান্নিধ্য ও হারাতেন।অন্যদিকে তাদের এ অনুমতিও থাকতো না যে,

তারা অন্য কোথাও (বিবাহের মাধ্যমে)তাদের দু:খ লাঘব করতে পারেন। তাই আযওয়াজে মুতাহহারাত কে এ সাধারণ বিধানের অধীনে

আনা কোন ভাবেই সংগত ছিল না।বিশেষ করে সেসমস্ত মহিলা যাদের সাথে নবী করীম স:এর বিয়ে এজন্য সংঘটিত হয়েছিল,

যে,তাদের পূর্বের স্বামী জিহাদের ময়ে শহীদ হয়ে গেছেন এবং তার ফলে তারা সহায় সম্বলহীন অ্থায় দিন কাটাচ্ছেন।

হুজুর পাক স:তাদের মনতুষ্টির জন্য তাদেরকে বিয়ে করেন।এখন যদি তাদের তালাক দিয়ে বিচ্ছিন্ন করতে হতো,

তাহলে তাদের কি অবস্থা হতো?এটা কেমন মনতুষ্টি হতো?? যখন সারা জীবনের জন্য তাদের বিয়ে থেকে বঞ্চিত করা হতো।

তাই শরীয়তের বিধানে চারের অধিক রাখা শুধুমাত্র নবী করীম সা:এর বৈশিষ্ট্য বলে গণ্য করা হল।

তাছাড়া নবীজীর পারিবারিক জীবনের বিভিন্ন অবস্থা,যা উম্মতের সকলের জন্য জাগতিক ও পারলৌকিক সকল কাজকর্মের জন্য বিবিধ আইন ও আদর্শ,

তা নবী করীম সা:এর পত্নীগনের মাধ্যমেই একমাত্র আমাদের নিকট পৌছাতে পারে।এটা এমন এক প্রয়োজনীয় ্দেশ্যে ওলক্ষ যে,

তার জন্য নয়জন স্ত্রীও যথেষ্ট নয়।এ সকল অবস্থা পর্যবেক্ষণের পর কোন লোক কি এ কথা বলতে পারে যে,

নবী করীম সা:এর বৈশিষ্ট্য (নাউযুবিল্লাহ)কোনো জৈবিক চাহিদা ভিত্তিতে হয়েছিল ?

(সীরাতে খাতামুল আম্বিয়া)

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost