(মুসলিম বিডি ২৪ডটকম)

সেকালে মক্কায় খাদিজা নাম্নী এক ধনাঢ্য মহিলা ছিলেন।তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতি এবং অভিজ্ঞ।
যে সমস্ত দরিদ্র লোককে তিনি বিশ্বস্ত ও চালাক মনে করতেন।তাদেরকে নিজের মাল দিয়ে ব্যবসার জন্য পাঠাতেন।
এবং একথা বলে দিতেন যে,এই পরিমাণ (লাভ)তোমাকে দেওয়া হবে।
নবীজী সা হযরত খাদিজা রাঃ এর প্রস্তাবে কি করলেন
নবীজীর ব্যক্তিসত্তা যেহেতু উচুঁ হিম্মত এবং প্রশস্ত ধ্যান-ধারনার অধিকারী ছিল তাই প্রস্তাব পাওয়ার সাথে সাথেই তিনি এই
দূর সফরের জন্য প্রস্তুত হয়ে গেলেন।হযরত খাদিজা রাঃ এর গোলাম মায়সারাকে সঙ্গে নিয়ে তিনি ১৬ই জিলহজ
সিরিয়া অভিমুখে রওনা হয়ে গেলেন।সেখানে গিয়ে ব্যবসার মালগুলো অত্যন্ত বুদ্ধিমত্তা এবং মুনাফায় বিক্রি করেন।
অতঃপর অন্যান্য মালামাল ক্রয় করে সিরিয়া হতে ফিরে এলেন।মক্কায় এসে সেসব মালামাল খাদিজা রাঃ এর নিকট সোপর্দ করলেন।
তিনি সেগুলো বিক্রি করে প্রায় দিগুন মুনাফা অর্জন করেন।
সিরিয়ার পথে নবীজীর সম্পর্কে নাসতুরা নাম্নী পাদ্রীর ভবিষ্যদ্বাণী
সিরিয়ার পথে একস্থানে অবস্থান করার সময় নাসতুরা নাম্নী জনৈক পাদ্রী তাকে দেখলেন এবং পুর্ববর্তী কিতাবসমূহের বর্ণিত আলামত দেখে নবীজীকে চিনে ফেললেন।
পাদ্রী মায়সারাকে চিনতেন তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন,তোমার সাথে এ ব্যক্তি কে?সে বলল,
ইনি মক্কায় অবস্থিত কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত যুবক।পাদ্রী মায়সারাকে বললেন ইনি ভবিষ্যতে নবী হবেন।
(মুগলতাই-১২ এবং আসসাললিহাত হতে সংগৃহীত)
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

