Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / রাসূল সা: এর জন্মকালীন সংঘটিত বিস্ময়কর ঘটনাবলী

রাসূল সা: এর জন্মকালীন সংঘটিত বিস্ময়কর ঘটনাবলী

(মুসলিমবিডি২৪ ডটকম)

রাসূল সা: এর জন্মকালীন সংঘটিত বিস্ময়কর ঘটনাবলী

মোটকথা যে বছর আসহাবে ফীলের আক্রমণের ঘটনা ঘটেছিল,

সে বছরের রবিউল আউয়াল মাসের বার তারিখ রোজ সোমবার পৃথিবীর ইতিহাসে একটি অন্যদিন ছিল।

সেদিন পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্য, দিবারাত্রির পরিবর্তনের রহস্য আর আদম সন্তানের গর্ব, নূহ (আ:)-এর কিশতী সুরক্ষার গুঢ়তত্ব,

হযরত ইব্রাহীম (আ:)-এর আর হযরত মূসা ও ঈসা (আ:)-এর ভবিষ্যৎ বাণীর লক্ষ্যস্থল অর্থাৎ আমাদের সরদার হযরত (সা:) এ ধরাধামে তাশরীফ আনয়ন করেন।

একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয় হলো, অপরদিকে পারস্য সম্রাট কিসরার প্রাসাদে এক ভূমিকম্পে চৌদ্দটি চূড়া ধ্বসে পড়ল।

পারস্যের শ্বেত সাগরের অথৈ জলরাশি শুকিয়ে গেল। পারস্যের অগ্নিকুন্ডের সেই অগ্নি যা ধরে প্রজ্বলিত ছিল তা একাকীই নির্বাপিত হয়ে গেল।

(সীরাতে মুগলতাই-৫)

প্রকৃত পক্ষে এটি ছিল আগুন পূজা সহ সকল ভ্রান্তির অবসানের ঘোষণা এবং রোম-পারস্যের রাজত্বের পরিসমাপ্তির ইঙ্গিত।

রাসূল (সা:) গর্ভে থাকাবস্থায় মা আমিনা যে বিস্ময়কর বিষয় গুলো অবলোকন করলেন এবং কিভাবে তিনি ভূমিষ্ট হলেন?

সহীহ হাদীসে বর্ণিত আছে যে, ের সময় জীর মাতার উদর থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল,

যার আলোকে পূর্ব পশ্চিম সব আলোকিত হয়ে গিয়েছিল।

কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে, নবীজী (সা:) যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উবয় হাতে ভর দিয়ে ছিলেন ।

অত:পর এক মুষ্ঠি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন।

(মাওয়াহিবে লাদুন্নিয়া)

নবী করীম (সা:) এর সম্মানিত পিতার ইন্তেকাল

নবী করীম (সা:)-এর জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাে দাদা আব্দুল মুত্তালিব আদেশ দিলেন মদিনা থেকে খেজুর আনার জন্য।

আব্দুল্লাহ নবী করীম (সা:) কে গর্ভে রেখেই মদিনায় রওয়ানা হয়ে গেলেন, ঘটনাক্রমে সেখানে তার ্যু হয়ে গেল।

এভাবে জন্মের পূর্বেই পিতার স্নেহের ছায়া র উপর থেকে উঠে গেল।

(সীরাতে মুগলতাই-৭)

আরো পড়ুন 👇👇👇

পৃথিবীতে নবী আগমনের সংক্ষিপ্ত ইতিহাস

জন্মের পূর্বে নবী কারীম সা এর প্রকাশিত বরকতসমূহ

নবী কারীম সা এর বংশ ও পরিচয়

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost