Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / জন্মের পূর্বে নবী কারীম সা এর প্রকাশিত বরকতসমূহ

জন্মের পূর্বে নবী কারীম সা এর প্রকাশিত বরকতসমূহ

(বিডি২৪ ডটকম)

জন্মের পূর্বে নবী কারীম সা এর প্রকাশিত বরকতসমূহ

ূর্যোদয়ের পূর্বে যেমন ের সময় পৃথিবী জোড়া আলোকরশ্মি আর দিগন্তভরা লালিমা এ সংসারকে য়ের সুসংবাদ জানিয়ে দেয়।

অনুরুপভাবে যখন নবুওতের সূর্যোদয়ের সময় ঘনিয়ে এলো তখন ের দিকে দিকে এমন সব অলৌকিক ঘটনা ঘটতে লাগলো,

যা নবীজির আগমনের সুসংবাদ দিচ্ছিল।যেগুলোকে মুহাদ্দিসীন ও ঐতিহাসিকদের পরিভাষায় (ইরহাসাত) বলা হয়।

নবী করীম ের জন্মের পূর্বে কি কি বরকত প্রকাশ পেয়েছিল? তিনি গর্ভাবস্থায় তার মা কি কি স্বপ্ন দেখেছিলেন?

নবীজির আম্মাজান বর্ণনা করেন যে, নবীজি যখন তার গর্ভে এলেন তখন তাকে স্বপ্নে সুসংবাদ জানানো হলো যে,

তোমার গর্ভে যে সন্তান রয়েছে তিনি এ উম্মতের সরদার।সন্তাটি জন্ম হলে তুমি এই দোয়া করবে যে,

“আমি তাকে এক আশ্রয়ে দিচ্ছি” আর তার নাম রাখবে মোহাম্মদ।

[সীরাতে ইবনে হিশাম]

তিনি আরো বলেন,মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পর একবার আমি একটি দেখতে পাই,

যার আলোকে বসরা নগরী ও সামের (সিরিয়া) অট্টালিকা সমূহ আমার সামনে ভেসে উঠলো। -[সীরাতে ইবনে হিশাম]

নবী করীম সাঃ গর্ভে থাকা অবস্থায় তার মায়ের কোন কষ্ট অনুভব হয়েছিল কি ?

নবীজির আম্মা বর্ণনা করেন আমি মুহাম্মাদ অপেক্ষা সহজ ও আরামদায়ক গর্ভ দ্বিতীয় টি আর দেখিনি,

অর্থাৎ গর্ভকালীন সময় মহিলাদের সাধারণত যে বা অলসতা থাকে তা আমার হয়নি।

এছাড়াও আরো অনেক ঘটনা  সমূহ  সংঘটিত হয়েছে যার সংকুলান আমার এ পোষ্টে দেওয়া সম্ভব হয়নি,

তবে আগামী অন্য কোনো পোস্টে আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।

(সূত্র; সীরাতে খাতামুল আম্বিয়া)

আরো পড়ুন👇👇👇

নবী কারীম সা এর বংশ ও পরিচয়

কেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সা

প্রিয়নবী (সা.) যেসব খাবার পছন্দ করতেন

About

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost